promotional_ad

যতটুকু সম্ভব আদায় করে নিচ্ছিঃ ইয়াসির

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লুক রঙ্কি, সিকান্দার রাজা, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফ্রাইলিঙ্কদের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটাররা রয়েছেন চিটাগং ভাইকিংস দলে। স্থানীয় ক্রিকেটারদের জন্য এই অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে কাজ করার সুযোগ এই বিপিএলের মাধ্যমেই আসে। তাই এখান থেকে যতটুকু সম্ভব জ্ঞান আদায় করে নিচ্ছেন দেশীয় ক্রিকেটাররা।


ভাইকিংসের হয়ে এখনও মাঠে নামা হয়নি দলে থাকা তরুণ ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরীর। কিন্তু তবুও অসন্তুষ্ট নন তিনি, দলের সাথে থেকে ভবিষ্যতের জন্য যতটুকু পারা যায় শিক্ষা আরোহণ করছেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।


promotional_ad

'অবশ্যই, এটি হলো এমন একটি বিষয় যেখানে আপনার খেললে অথবা না খেললেও অনেক কিছু শেখা যায়। বড় বড় খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে যেটি হয় সেটা হলো ওরা কিভাবে খেলে, ওদের মানসিকতার কঠিন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় সেই বিষয়গুলো ভালোভাবে শেখা যায়। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ওদের কাছ থেকে আদায় করে নেয়ার,' বলেছেন ইয়াসির।


২০১৫ সালের বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে অভিষেক হয়েছিল ইয়াসির আলির। এখন পর্যন্ত ঘরোয়া টি-টুয়েন্টিতে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তাঁর সর্বমোট রান ১১২ এবং সর্বোচ্চ ইনিংস ৬৩ রানের।


ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও ব্যাট হাতে দুর্দান্ত ইয়াসির। ৪৬টি চারদিনের ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের রান সংখ্যা ৩০১০। যেখানে ১৯টি অর্ধশতক এবং ছয়টি শতক রয়েছে তাঁর। ১৩২ রান তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ।


লিস্ট 'এ' ক্রিকেটেও দুর্দান্ত তিনি। ৫০টি ম্যাচ খেলেছেন তিনি, সংগ্রহ করেছেন ১২৬৮ রান। ৯টি অর্ধশতক এবং একটি শতক ছিল তাঁর। অপরাজিত ১০২ রানের ইনিংস তাঁর ঘরোয়া ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball