promotional_ad

লামিচানের স্বপ্নযাত্রার শুরু বাংলাদেশে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেট ক্যারিয়ারের ঊর্ধ্বগতি এখান থেকেই, বাংলাদেশ মানেই তাই বিশেষ কিছু নেপালের তরুণ লেগ স্পিনার সন্দীপ লামিচানের কাছে। বাংলাদেশকে নিজের অন্তরে লালন করেন ১৮ বছর বয়সী এই তরুণ। 


বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপই বদলে দিয়েছে লামিচানের ক্রিকেট জীবন। যুবাদের সেই বিশ্বকাপে নেপালের হয়ে ছয় ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন লামিচানে। আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচেই নিয়েছেন পাঁচ উইকেট। দুর্দান্ত বোলিং লামিচানের বিশ্ব দরবারে পরিচয় হয়েছিল এই বাংলাদেশ থেকেই।


বর্তমান ক্রিকেট বিশ্বে সবার নজরে তিনি। ডাক পাচ্ছেন বিশ্বের নামকরা সব টুর্নামেন্টগুলোতে। বদলে যাওয়া ক্রিকেট ক্যারিয়ারের শুরু যেই দেশে, সেখানে আসতে তাই সবথেকে বেশি পছন্দ লামিচানের। 



promotional_ad

'বাংলাদেশকে আমি হৃদয়ে লালন করি। ২০১৬ সালে এখান থেকেই আমার সবকিছু শুরু হয়েছিল। আমি এখানে আসতে অনেক পছন্দ করি। এখানে আসা আমার কাছে বিশেষ কিছু,' ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন লামিচানে।


২০১৮ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে খেলেছিলেন লামিচানে। খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), আফগান লিগেও। চলমান বিগ ব্যাশেও মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছিলেন নেপালের এই ক্রিকেটার।


কিন্তু বিপিএলে সিলেট সিক্সার্সের সাথে আগে চুক্তি করায় বিগ ব্যাশ ছেড়ে বাংলাদেশে এসেছেন লামিচানে। সাথে তো বাংলাদেশের প্রতি আলাদা ভালো লাগা আছেই। ২০১৮ সালে জাতীয় দলে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর।


কুয়ালালামপুরে ২০১৮ সালের এশিয়া কাপের বাছাই পর্বে শেষ খেলেছিলেন তিনি। তিনটি ওয়ানডে খেলেছেন, নিয়েছেন আটটি উইকেট। দুইটি টি-টুয়েন্টি খেলে কোন উইকেট পাননি তিনি।



ঘরোয়া লিস্ট 'এ' ক্রিকেটে ২৪ ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার, নিয়েছেন ৫০টি উইকেট। ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচগুলোতে ১৮ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball