promotional_ad

একমাত্র টি-টুয়েন্টিতে মাঠে নামছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

 


|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। আগামীকাল (শুক্রবার) সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও জয় নিয়ে সিরিজ শেষ করতে চাইবে স্বাগতিক দলটি। বাংলাদেশ সময় দুপুর ১২টায় অকল্যান্ডের ইডেন পার্কে মাঠের লড়াই নামবে দুই দল।


দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। একটি টেস্ট ড্র করার সুযোগ পেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে একদমই পাত্তা দেয়নি স্বাগতিকরা। প্রতিটি ম্যাচেই তিনশ'র বেশি রান করেছে কেন উইলিয়ামসনের দল।


টেস্ট এবং ওয়ানডে সিরিজ পরাজিত হলেই লঙ্কানদের লক্ষ্য থাকবে টি-টুয়েন্টি ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে লাসিথ মালিঙ্গার দল। সফরের শেষ ম্যাচে জয়ের জন্য খেলবে লঙ্কানরা।



promotional_ad

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি ১০৫৪ রান নিয়ে বিশ্ব রেকর্ড করেছে তাঁরা। ছোট ফরম্যাটের এই ম্যাচও বড় সংগ্রহের হবে আশাই করা যায়।


এদিকে প্রায় এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছিলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। কিন্তু সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে টি-টুয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়তে হয়েছে তাঁকে।


ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন মার্টিন গাপটিল, কলিন মুনরো, হেনরি নিকোলস, রস টেইলররা। বল হাতেও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপক্ষে প্রতিরোধ করতে তৈরি কিউই বোলাররা।


এদিকে এ ম্যাচে টি-টুয়েন্টি অভিষেক হওয়ার অপেক্ষায় আছে স্কোয়াডে ডাক পাওয়া ২৭ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার স্কট কুগলেঞ্জ। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের।


লঙ্কানদের হয়ে শুধু মাত্র ব্যাট হাতে ফর্মে রয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ বলে ১৪০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি।



এছাড়া কুশল পেরেরা এবং গুনাথিলাকাও ফর্মে আছেন ব্যাট হাতে। বল হাতে ওয়ানডে সিরিজে দারুণ ছিলেন দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। 


নিউজিল্যান্ড স্কোয়াডঃ টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুগলেঞ্জ, কলিন মুনরো, ডগ ব্রেসওয়েল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, সেথ র‍্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি, রস টেইলর।


শ্রীলঙ্কা স্কোয়াডঃ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আসিলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষ্মণ সন্দাকান, সেকুগ প্রসন্ন, দুশমন্থ চেমিরা, কাসুন রাজীথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, সাদির সামারিক্রামা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball