promotional_ad

দেশে ফিরে যাচ্ছেন স্মিথ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন। একবারের বিপিএল চ্যাম্পিয়ন দল কুমিল্লাকে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।  


তবে টুর্নামেন্টের শেষের দিকে দলের সাথে যোগ দিবেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সদস্য ক্রিকফেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


ফ্র্যাঞ্চাইজির সদস্যের ভাষ্য মতে, ‘স্টিভ স্মিথ চলে যাচ্ছেন। ইনজুরির কারণে তাঁকে দেশে ফিরতে হচ্ছে। তবে তিনি আবার দলের সাথে যোগ দিবেন।’



promotional_ad

রংপুরের বিপক্ষে কুমিল্লার সর্বশেষ ম্যাচে স্মিথদের ৬৩ রানে অল আউট করেছে মাশরাফিরা, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিন্ম স্কোর। এরপর কুমিল্লা পর পর দুই দিন অনুশীলন করেছে।


কিন্তু একদিনও ব্যাটিং করতে দেখা যায় নি স্মিথকে। গত বুধবার কুমিল্লার অনুশীলনে স্মিথকে ফিজিওর সাথে অনেকক্ষণ সময় কাটাতে দেখা যায়। ডান হাতে প্রায় ৪০ মিনিটের মতন মাস্যাজ করতে দেখা যায়। 


বৃহস্পতিবারও অনুশীলনে এসে ব্যাট হাতে নেন নি স্মিথ। অনুশীলনে এসে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলতে দেখা গেছে তাঁকে। জানা গেছে, বিপিএলে আসার আগে থেকেই হাতে ব্যথা ছিল স্মিথের। 


মিরপুরে অনুশীলন শেষে অবশ্য কুমিল্লার কোচ সালাউদ্দিন স্মিথের অনুশীলন ইস্যুতে বলেছেন, 



'তেমন কিছু না। আজকে যেহেতু আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। সে যেহেতু রানিং করেছে তাই ব্যাটিং এবং বোলিং কিছু করেনি।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball