promotional_ad

দলে জায়গা পাওয়া কষ্টকরঃ বেল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টুয়েন্টি ক্রিকেটের তারকা সমৃদ্ধ দল গঠন করেছে বিপিএল ফ্র্যাঞ্জাইজি ঢাকা ডায়নামাইটস। মূল একাদশে জায়গা পাওয়া ক্রিকেটারদের নিয়মিত পারফর্মেন্সে টুর্নামেন্টে দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।  


ম্যাচ দুটির একটিতেও খেলা হয়নি ঢাকার পরীক্ষিত টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেলের। বিদেশি কোটায় ঢাকায় গত দুই ম্যাচে খেলেছেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই, উইন্ডিজ তিন অলরাউন্ডার সুনীল নারিন, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল। চারজনই নিজেদের সেরা ফর্মে আছেন এবং পারফর্মও করেছেন সেরকমই। জয়ের ধারায় থাকা দলে নতুন করে জায়গা করে নেয়া এখন সহজ নয় ইংলিশ ক্রিকেটার বেলের জন্য। 



promotional_ad

'আমরা অনেক ভাগ্যবান বিশ্বমানের ক্রিকেটার আমাদের দলে পেয়ে। তাঁরা সবাই ভালো খেলছে। এখন অবধি যারা একাদশে জায়গা পেয়েছে সবাই ভালো পারফর্ম করছে। তাই এখন একাদশে জায়গা করে নেয়া কষ্টসাধ্য,' বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করতে এসে সাংবাদিকদের বলেছেন ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলা বেল।


ঢাকার বাঁহাতি ওপেনার আফগান ক্রিকেটার জাজাইয়ের পারফর্মই মূলত দলে জায়গা পেতে বাঁধা দিচ্ছে বেলকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও খেলেছেন ৫৭ রানের ইনিংস। দুই ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার।


আবার তিন ক্যারিবিয়ান তারকা পোলার্ড, নারিন, রাসেল করে যাচ্ছেন অলরাউন্ডিং পারফর্মেন্স। তাই বেলের জন্য ঢাকার একাদশে জায়গা পাওয়া কষ্টকর বটেই। তবে খেলার সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না তিনি। দলের সাথে থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করে নিচ্ছেন তিনি।



ইংলিশ ক্রিকেটার বেল বলেন, 'উপভোগ করছি দলের সাথে। সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমি এখান থেকে অনেক কিছু শিখছি এবং অনুশীলন করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball