নিষিদ্ধ হচ্ছেন পান্ডিয়া, রাহুল?

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে দুটি আন্তর্জাতিক ওয়ানডে থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান বিনোদ রায়।
ভারতের জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণে' অতিথি হয়ে যাওয়ার পর নারীদের নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন হার্দিক এবং রাহুল। এরপর তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো বোর্ড থেকে।

এরই মধ্যে বোর্ডের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। কিন্তু তাঁদের জবাবে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বিনোদ রায়। কমিটির অন্যতম সদস্য ডায়না এডুলজির কাছে শাস্তির ব্যাপারে মতামত চেয়ে বিনোদ রায় বলেন,
'আমি ডায়ানার কাছে শাস্তির বিষয়ে মতামত চেয়েছি কারণ আমি সেই দৃশ্যটি দেখিনি। আমার মনে হয় দুই ক্রিকেটারকেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিৎ।'
শুধু তাই নয়, নারীদের বিষয়ে এই ধরণের মন্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন,
'আমি এই দুই ক্রিকেটার কি লিখেছে তা দেখেছি। আমার মনে হয়েছে এই ধরনের মন্তব্য একেবারেই নিম্ন রুচির। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
সূত্র- ক্রিকইনফো