কাল থেকেই বিপিএলে আসছে আল্ট্রা এজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামীকাল থেকে বিপিএলে দেখা যাবে স্নিকো এবং আল্ট্রা এজ প্রযুক্তির ব্যবহার। এরই মধ্যে বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।
জানা গিয়েছে ঢাকা ডাইনামাইটস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে কাল দিনের প্রথম ম্যাচেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন আম্পায়াররা।

এর আগে গত ৮ই জানুয়ারি একটি টুইট বার্তায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন শনিবার থেকে স্নিকো এবং আল্ট্রা এজ দেখা যাবে বিপিএলে। বিসিবির এই কর্মকর্তা লিখেছিলেন,
'যারা টিভিতে বিপিএল ৬ দেখছে সেসকল সমর্থকদের বলছি, বিপিএলে আল্ট্রা এজ নিয়ে যে টেকনিল্যাল সমস্যা ছিলো তা এরই মধ্যে সমাধান হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে।'
তবে এবার একদিন আগেই ডিআরএস সিস্টেমকে পূর্ণতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়ে আসছে ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে।
কেননা জনপ্রিয় এই টুর্নামেন্টে ডি আর এস সিস্টেম থাকলেও ছিলো না আল্ট্রা এজ প্রযুক্তি। এই বিষয়টি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সবগুলো দলকে জানিয়ে দেয়া হয়েছিলো।