promotional_ad

সাকিবদের সাথে খেলার সুবিধা পাচ্ছে ইংলিশরা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফ্র্যাঞ্জাইজি লিগের সুবিধা ভোগ করছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিপিএলে অংশ নেয়া ইংলিশ ক্রিকেটাররা পরবর্তীতে নিজেদের ক্রিকেট সামর্থ্যকে বহুগুণ বাড়াতে সক্ষম হচ্ছে। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে আসা ইংলিশ তারকা ইয়ান বেলও খুঁজে পেয়েছেন এই লিগে খেলার সুবিধা।


টানা পাঁচ বছর ধরে বিশ্বের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে উপরের সারির দিকে থাকা সাকিব আল হাসানের মতো বিশ্বমানের ক্রিকেটাররা খেলছেন এই টুর্নামেন্টে। অবশ্যই অনেক শিক্ষণীয় বিষয় আছে তাঁদের কাছ থেকে। যা ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারদের পরবর্তীতে অনেক উপকার করবে,



promotional_ad

'ইংলিশ তরুণ ক্রিকেটারদের সাকিবের মতো বিশ্ব মানের ক্রিকেটারদের সাথে খেলা অনেক কিছু শিক্ষা দিবে এবং এই কন্ডিশনে কিভাবে খেলতে হয় সেই শিক্ষাও লাভ করবে তাঁরা। পরবর্তীতে ভালো একজন ক্রিকেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে,' বৃহস্পতিবার সংবাদিকদের বলেছেন ইয়ান বেল।


কয়েক বছর আগেও উপমহাদেশের কোন টুর্নামেন্টে খেলার অনুমতি ছিল না ইংলিশ ক্রিকেটারদের। কিন্তু বর্তমানে বলা যায় একেবারেই উন্মুক্ত তাঁরা এখানে খেলার জন্য। ফলে প্রতিকূল কন্ডিশনে খেলার সুবিধা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে ইংলিশরা বর্তমানে।


দেশের বাইরে গিয়ে খেলা ইংলিশদের সাদা বলের ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। একারণে বর্তমানে ক্রিকেটের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে আছে তাঁরা। কয়েক বছর পূর্বেও যা দেখা যায়নি। সামর্থ্যের জায়গা থেকে বেরিয়ে এসে প্রতিকূলতা মোকাবেলার সুযোগ পেয়েছে তাঁরা। ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলা বেলের চোখে এই পদক্ষেপ অনেক কার্যকরী। তাঁর ভাষায়,



'ইংল্যান্ডে প্রচুর সাদা বলের ক্রিকেট খেলা হচ্ছে, পরিবর্তন এসেছে সেখানেও। আমি মনে করি যত বেশি আপনি আপনার সামর্থ্যের জায়গা থেকে বেরিয়ে আসবেন এবং প্রতিকূল কন্ডিশনে খেলবেন ততো বেশি আপনি ভালো ক্রিকেটারে পরিণত হবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball