পুরোপুরি ফিট স্মিথ?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টানা দুই দিন দলের সাথে অনুশীলনে নামতে দেখা যায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে। রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামার আগের দিন শুধু রানিং সেশনে অংশ নিয়েছেন তিনি।
এর আগের দিনও নেটে ব্যাটিং কিংবা বোলিং করেননি স্মিথ। শুধু তাই নয়, সাবেক অজি অধিনায়ককে হাতে বেশ কিছুক্ষণ ম্যাসেজ করতেও দেখা গিয়েছিলো। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আগামীকালের ম্যাচের আগে শতভাগ ফিট তো তিনি?

তবে এই প্রসঙ্গে কুমিল্লার অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন তেমন কিছু বলেননি। স্মিথের ব্যাটিং, বোলিং অনুশীলন না করার পেছনে তিনি জানিয়েছেন আজকের দিনটি দলের ঐচ্ছিক অনুশীলন ছিলো বিধায় শুধুই রানিং সেশনে অংশ নিয়েছিলেন তিনি। সালাউদ্দিনের ভাষায়,
'আসলে অফ ছিলো না। আজকে যেহেতু আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিলো। সে যেহেতু রানিং করেছে তাই ব্যাটিং এবং বোলিং কিছু করেনি।'
কিন্তু স্মিথের গতকালের অনুশীলন না করার ব্যাপারে কিছু জানাননি সালাউদ্দিন। আগামীকালের ম্যাচের আগে অজি তারকা পুরোপুরি ফিট কিনা সেই ব্যাপারে তাই সংশয় থেকেই যাচ্ছে।