নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড

ছবি: ছবি- গ্যাটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহে বিশ্ব রেকর্ড করেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে সর্বমোট ১০৫৪ রান সংগ্রহ করেছে কিউইরা, যা ক্রিকেট বিশ্বে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ সংগ্রহ।
সফরকারী লঙ্কানদের বিপক্ষে সিরিজের যথাক্রমে ৩৭১, ৩১৯ এবং ৩৬৪ রান তুলেছে দলটি। রেকর্ড গড়া এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে কেন উইলিয়ামসের দল।

এর আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১০৫৩ রান সংগ্রহ করেছিল ভারত। যা এখন তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে।
একই সিরিজে ইংল্যান্ডও ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছে। সিরিজ না জিতলেও ভারতের বিপক্ষে ১০৩৭ রান নিতে সক্ষম হয়েছিল তারা।
এই তালিকায় চতুর্থ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০২৩ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা।
১০০৪ রান নিয়ে পঞ্চম স্থানটিও দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে এই রান সংগ্রহ করেছে তারা।