ওয়ার্নারের উপদেশে আত্মবিশ্বাসী আফিফ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ডেভিড ওয়ার্নারের সাথে ব্যাটিং করার সুযোগ প্রথমবারের পেয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার আফিফ হোসেন। প্রথম সুযোগেই বাজিমাত করে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছেন তিনি। উইকেটে থাকা অবস্থায় ওয়ার্নারের দেয়া ব্যাটিং সম্পর্কে ছোট ছোট উপদেশগুলো কাজে দিয়েছে আফিফের।
বিশ্বের এমন তারকা ব্যাটসম্যান জুটিতে থাকা মানে নিজের প্রতি আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাওয়া, বেড়েছে আফিফেরও। ১৬০ স্ট্রাইক রেটে ২৮ বলে মোকাবেলায় পাঁচ চার এবং তিন ছয়ে ৪৫ রানের ইনিংস তাঁরই প্রমাণ।

নিজের সহজাত ব্যাটিং করে গেলেও বাড়তি আত্মবিশ্বাস যে ওয়ার্নার উইকেটে থাকায় পেয়েছেন আফিফ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলতে ভুলেননি আফিফ।
'ওয়ার্নারের সাথে যখন ব্যাটিংয়ে ছিলাম তখন অবশ্যই একটা ভালো লাগার বিষয় ছিলো। এত বড় এবং ভালো ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করছি, এই ব্যাপারটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আর অনেক কিছু উপদেশ দিচ্ছিলো সে যেগুলো কাজে লেগেছে ব্যাটিংয়ের সময়ে,' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার।
দলের ব্যাটিং বিপর্যয়ের পরও আগ্রাসী ব্যাটিং করে দলকে স্বস্তি এনে দিয়েছিলেন আফিফ। ওয়ার্নারের সাথে গড়েছিলেন ৭১ রানের জুটি। যেখানে বেশিরভাগ রানই ছিল আফিফের। সেই সময় সিলেটকে ভালো একটি ভিত গড়ে দিতে আফিফের ইনিংসটির অবদান বহুগুণ।
শেষ পর্যন্ত চিটাগং ভাইকিংসকে ১৬৯ রানের লক্ষ্য দিয়ে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিলেট। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়। ব্যাটিং ধসের পর ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়া মানে সামনের ম্যাচ গুলোতে আরও বাড়িয়ে দেয়া, বিশ্বাস আফিফের।
'অবশ্যই আমাদের জন্য অনেক কাজে দিবে। আমরা প্রথমে পাওয়ার প্লেতে খুব ভালো অবস্থানে ছিলাম না। সেখান থেকে আমরা ভালো কাম ব্যাক করেছি এবং ভালো অবস্থানে গিয়েছি। এই ব্যাপারটি অনেক ইতিবাচক ছিলো যেটা আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।'