মানিয়ে নেয়ার সামর্থ্য বাড়ানো উচিতঃ মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নেয়ার সামর্থ্য থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত উইকেট নিয়ে কম সমালোচনা হয়নি। শুরু থেকেই উইকেটের আচরণ ধরতে গলদঘর্ম হতে হয়েছে দেশি বিদেশি ক্রিকেটারদের। মুশফিকের বিশ্বাস যেসকল ক্রিকেটাররা উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম তাদের পক্ষে যেকোনো কন্ডিশনে ভালো খেলা সম্ভব।

সিলেট সিক্সার্সের বিপক্ষে ৫ রানে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে ভাইকিংস অধিনায়ক বলেছেন, 'আমার মনে হয় উইকেটের চাইতে প্লেয়ারদের মানিয়ে নেয়ার সক্ষমতা বাড়ানো উচিৎ। আমাদের নিজেদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আরও বাড়াতে হবে।'
বিশ্বের অন্যান্য টুর্নামেন্টগুলো যেসব উইকেটে অনুষ্ঠিত হয় তার থেকে মিরপুরের উইকেট এবং কন্ডিশন যথেষ্ট ভিন্ন। আর সেই কারণে এখানকার উইকেট থেকে রান কম পান ব্যাটসম্যানেরা, মতামত মুশফিকের। তাঁর ভাষায়,
'বিশ্বে যেসব টি-টোয়েন্টি খেলা হয়, অনেক রান হয়। আমাদের এখানে একটু ভিন্ন। আমরা তো জানি আমাদের এখানে কি কন্ডিশন, কি এখান থেকে আসতে পারে। বোলার বা ব্যাটসম্যান কি আশা করতে পারে।'
তবে উইকেট বুঝে খেলতে পারলে যে বড় স্কোর গড়া অসম্ভব কিছু নয় সেটিও মানছেন মুশফিক। তিনি বলেন, 'উইকেট বুঝে খেলতে পারলে এই স্কোরগুলো আরও বড় হত। সেটা হলে দর্শকরাও আরও ভালো ম্যাচ দেখতে পারবে।'