promotional_ad

আফিফের ব্যাটিংয়ে আড়ালে ওয়ার্নার

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট সিক্সার্সের হয়ে সব আলো কেড়ে নিয়েছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন। ব্যাট হাতে রীতিমত চিটাগং ভাইকিংসের বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ডেভিড ওয়ার্নারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে দর্শক বানিয়ে রেখেছিলেন ১৯ বছর বয়সী আফিফ।


মাত্র ছয় রানে লিটন দাস, নাসির হোসেন এবং সাব্বির রহমানের মতো ব্যাটসম্যানদের হারিয়ে দল যখন বিপদে তখন ব্যাটিংয়ে নামেন অনূর্ধ্ব-১৯ দলের এই অলরাউন্ডার। চতুর্থ উইকেট জুটিতে দলের অধিনায়ক ওয়ার্নারের সাথে সংগ্রহ করেন ৭১ রান, যেখানে সিংহভাগ রানই ছিল এই তরুণের।


২৮ বলে খেলে সংগ্রহ করেছেন ৪৫ রান, হাঁকিয়েছেন পাঁচটি চার এবং নজরকাড়া তিনটি ছয়। নিজের দিনে ওয়ার্নারের মতো বিশ্বের তারকা ব্যাটসম্যানদেরও যে সবার দৃষ্টিগোচরে নিয়ে যেতে পারেন প্রমাণ করেছেন আফিফ।



promotional_ad

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে আফিফ জানিয়েছেন, বলের মেধা বুঝে শুধু নিজের সহজাত খেলাটাই খেলতে চেয়েছেন তিনি। আফিফের ভাষায়, 'ওয়ার্নারের সাথে তেমন কোনও আলোচনা হয়নি। আমি চেয়েছিলাম আমার নিজের খেলাটি খেলার।


'আমি সবসময় যেটি চেষ্টা করি সেভাবেই আমি খেলতে চেষ্টা করেছি। বল বাছাই করে, ভালো বলগুলোতে রান নেয়ার চেষ্টা করেছি। বাজে বলগুলোতে চেষ্টা করেছি বাউন্ডারি মারার জন্য।'


ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে বরাবরই আলো ছড়ানো পারফর্মেন্স করেন আফিফ। ১৮ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে ২২৭ রান সংগ্রহ করেছেন এই ক্রিকেটার। অপরাজিত ৫৪ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ।


 লিস্ট 'এ' ক্রিকেটেও দারুণ খেলে থাকেন আফিফ। সেখানে ২৭ ম্যাচে ৬০৬ রানের মালিক তিনি। ৯৪ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ লিস্ট 'এ' ক্রিকেটে।



গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের রঙিন পোশাকে অভিষেক হয়েছিল আফিফের। একটি টি-টুয়েন্টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball