promotional_ad

উইকেটে জোরে আঘাত করে সফল তাসকিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চিটাগং ভাইকিংসের বিপক্ষে চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে দলের রুদ্ধশ্বাস জয়ে বড় ভূমিকা রেখেছেন সিলেটের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।


আগে ব্যাট করে সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার, নিকলাস পুরান ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ১৬৮ রান। 


বড় পুঁজি তাড়া করতে নেমে ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে ভালো সূচনা করে চিটাগং। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে চিটাগং। তবে শেষের দিকে গতম্যাচের ম্যাচ সেরা ফ্রাইলিঙ্ক ডেথ ওভারে দ্রুত রান তুলে সিলেটের চিন্তা বাড়ান।



promotional_ad

তবে শেষ পর্যন্ত ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে চার উইকেট নিয়ে ম্যাচ জেতানো তাসকিন বলেছেন,


'আমি অনুভব করেছি যদি এই উইকেটে জোরে আঘাত করে বল করতে পারি তাহলে বল দ্রুত যাবে। আমি আমার গতির বজায় রেখে বোলিং করতে চেয়েছি। ফুল লেন্থে না দিয়ে ব্যাক অফ লেন্থ এবং স্লোয়ার করার পর আমি ইয়র্কার চেষ্টা করেছি। সেখানে সফল হয়েছি আমি।'


২০১৮ সালের বেশির ভাগ সময় ইনজুরিতে থাকা তাসকিন বিপিএল শুরু করেছেন দারুণভাবে। প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে চার ওভারে ৩১ রান দিয়ে কোন উইকেট না পেলেও বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন প্রথম ম্যাচেই। 


ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের অধিনায়ক মুশফিকুর রহিমও তাসকিনের বোলিংয়ের প্রশংসা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,



'সে ইনজুরি থেকে ফিরেছে। গত ম্যাচেও সে ভালো বল করেছে। একটা ওভার ভালো যায়নি। আর আজ সে ভালো বল করেছে। এটা খুবই ভালো খবর আমাদের স্থানীয় বোলারদের জন্য। যারা ভালো খেলবে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball