স্থানীয়দের মাঝে প্রতিভা দেখছেন মালিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে প্রতিভা দেখছেন বিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়ায় তাঁরা নিজেদের সক্ষমতা মেলে ধরতে পারছে, যা মুগ্ধ করেছে তাঁকে।
তরুণ ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ তৈরি করা এবং তাদের মধ্য থেকে প্রতিভা বের করে আনার দায়িত্ব ভালোভাবেই পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এভাবেই তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করুক বিসিবি, চাওয়া বিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের।

'বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের দায়িত্ব হচ্ছে তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া এবং তাঁরা সেটা করছে। আমার অভিমত, আমি মনে করি আমি অনেক ভালো ক্রিকেটার দেখছি এখানে, তাঁরা বড় মঞ্চে আসছে এবং পারফর্ম করছে।
'আমি এখন দুই একজনের নাম নিতে চাই না, কারণ বাকি ক্রিকেটারদের জন্য এটা ঠিক হবে না। তাঁরা সবাই প্রতিভাবান,' বুধবার সাংবাদিকদের বলেছিলেন মালিক।
আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোহর শেখ এদের কারো নামই আলাদা করে প্রকাশ করেননি মালিক। এদেশের তরুণ সকল ক্রিকেটারের মাঝেই ভবিষ্যৎ দেখছেন তিনি।
বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মালিক। ব্যাট এবং বল দলের জয়ে রাখছেন অবদান।