promotional_ad

আশরাফুলের পর মুশফিকেরও বিদায়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


সিলেট সিক্সার্সঃ  ১৬৮/৫ (২০ ওভার) (ওয়ার্নার-৫২, পুরান- ৫২*) (ফ্রাইলিঙ্ক- ৩/২৬ নাঈম- ১/২০)


চিটাগাং ভাইকিংসঃ  ৮৯/৪ (১১ ওভার) (মোসাদ্দেক- ৪*, রাজা- ১৩*) 


টসঃ সিলেট (ব্যাটিং) 


ফিরলেন মুশফিকওঃ 


দলকে বিপদে ফেলে মাত্র ৫ রান করে সাজঘরে ফিরেছেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। অলোক কাপালির দশম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। কাপালির লেন্থ বলটি পুল করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু টাইমিং ভুল হওয়ায় ডিপ মিডউইকেট অঞ্চলে আফিফের তালুবন্দি হন তিনি। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভাইকিংসদের স্কোর ৪ উইকেটে ৮৯ রান। 


আশরাফুলের বিদায়ঃ 



promotional_ad

তাসকিন আহমেদের করা নবম ওভারের তৃতীয় বলটি স্লগ করতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু শেষ পর্যন্ত মিড উইকেটে ধরা পড়েন সাব্বির রহমানের হাতে। ফলে ২২ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।  


রান আউটের শিকার ডেলপোর্টঃ 


অষ্টম ওভারের দ্বিতীয় বলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন ভাইকিংসদের প্রোটিয়া ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্ট। আফিফ হোসেনের করা বলটি অফ সাইডে ঠেলে দিয়েই দৌড় শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল।


তবে অপর প্রান্তে নিজে পৌঁছে গেলেও তাঁর সঙ্গী ডেলপোর্ট সময়মতো পৌঁছানোর আগেই সরাসরি একটি থ্রোতে ডেলপোর্টের উইকেট ভেঙ্গে দেন নেপালি রিক্রুট সন্দীপ লামিচানে। ফলে মাত্র ২২ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন এই প্রোটিয়া। ৪টি চার এবং ৩টি ছয় হাঁকিয়েছিলেন তিনি।  


ছন্দে আশরাফুলঃ 


মাত্র ৬ রানের মাথায় মোহাম্মদ শেহজাদ ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিলেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ভাইকিংসের এই ব্যাটসম্যান শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। ১৭ বলে ১৮ রান করে আভাস দিচ্ছিলেন বড় ইনিংস গড়ার। পাশাপাশি দলকে পার করান অর্ধশতকের কোটা। 


ভাইকিংস শিবিরে তাসকিনের আঘাতঃ 


সিলেটের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে মুশফিকের দল। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ভাইকিংসদের আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ।



তাসকিনের করা শর্ট বলটি মিড অফের ওপর দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে করতে না পারায় ধরা পড়েন ওয়ার্নারের কাছে। ফলে ৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। শেহজাদের পর বর্তমানে ক্রিজে নেমেছেন মোহাম্মদ আশরাফুল।


সিলেট সিক্সার্স একাদশঃ 


লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।


চিটাগাং ভাইকিংস একাদশঃ 


মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক  হোসেন সৈকত, নাইম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball