promotional_ad

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে ভারতে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের আহমেদাবাদে বানানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। জানা গেছে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) চেয়েও বড় হবে এই স্টেডিয়াম।


১৮৫৩ সালে তৈরি হওয়া এমসিজির দর্শক ধারণ সংখ্যা ৯০ হাজারের মতো। আহমেদাবাদের মোতেরায় তৈরি হতে যাওয়া এই স্টেডিয়ামে এর চেয়ে বেশি দর্শক ধারণ করার ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সহ-সভাপতি পরিমল নাথওয়ানি।



promotional_ad

নিজের টুইটারের পাতায় পরিমল লিখেছেন, 'দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এটি। মেলবোর্নের চেয়েও যা হবে আকারে বড় মাপের। পুরো কাজ শেষ হয়ে গেলে নতুন মোতেরা হয়ে উঠবে গোটা দেশের গর্ব।'


১৯৮২ সালে তৈরি হয়েছিল মোতেরার এই স্টেডিয়ামটি। এবার এই স্টেডিয়ামকে পুনর্নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রূপ দিতে যাচ্ছে ভারত।


ভারতীয় ক্রিকেটের একাধিক সোনায় মোড়ানো মুহূর্তের জন্ম হয়েছিল এই স্টেডিয়ামে। ১৯৮৭ সালের এপ্রিলে ভারত সফররত ইমরান খানের পাকিস্তানের বিরুদ্ধে লিটল মাস্টার সুনীল গাওস্কর টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন এই মাঠের গ্যালারিকে সাক্ষী রেখে।



তার অনেক পরে গাওস্করের সার্থক উত্তরসূরি শচিন টেন্ডুল্কার টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন এই মাঠের বাইশ গজেই। বানানোর পরের বছর ভারত সফরে আসা ক্লাইভ লয়েডের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেবের ভারত এই স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ খেলে।


সেটিই ছিল আমদাবাদের মাটিতে প্রথম টেস্ট। প্রসঙ্গত, সেই টেস্টে ভারত হারলেও কপিল এক ইনিংসে মোট নয়টি উইকেট নিয়ে অনন্য নজির গড়েছিলেন। মোতেরা স্টেডিয়ামের সঙ্গে ভারতের ইতিহাস ও আবেগ আষ্টেপৃষ্টে জড়িয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball