কুলদিপকে নিয়ে শাস্ত্রীর বিশ্বকাপ ভাবনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের প্রত্যেক ম্যাচে কুলদিপ যাদবকে একাদশে রাখার চিন্তা ভাবনা করছেন দলের কোচ রবি শাস্ত্রী। ভারতের এক টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে এমনই জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে অফ স্পিনারদের চেয়ে লেগ স্পিনারদের প্রাধান্য দিচ্ছেন শাস্ত্রী। যেকারণে বাকিদের চেয়ে কুলদিপকে এগিয়ে রাখছেন তিনি। শাস্ত্রী বলেন,

'লেগ স্পিনার হিসেবে সে বাড়তি অনেক সুবিধা পায়, যেকারণে বিশ্বকাপের সব ম্যাচেই ভারতের একাদশে তাঁর থাকার সম্ভাবনা অনেক বেশী।
'লেগ স্পিনারদের সবচেয়ে বেশী প্রাধান্য দিচ্ছি আমরা, দুইজন অফ স্পিনার থেকে হয়তো একজনকে বেছে নিতে হবে আমাদেরকে।'
সিডনিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট খেলতে নেমেই বল হাতে আলো ছড়িয়েছিলেন কুলদিপ। অজিদের প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট।
সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বল হাতে ভালো পারফর্ম করা এই স্পিনার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠায় বিশ্বকাপের জন্য শাস্ত্রীর পছন্দের তালিকায় তাই এগিয়ে আছেন কুলদিপ।