মাঠে আমি শুধুই একজন ক্রিকেটারঃ মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ওয়ানডে দলের এবং রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন মাঠে থাকেন তখন নিজেকে শুধুই একজন ক্রিকেটার হিসেবে দেখেন। তিনি যে একজন নির্বাচিত সংসদ সদস্য এ কথা একবারও মাথায় আসে না তাঁর।
ক্রিকেট মাঠে নিজের সবটুকু দিয়েই খেলেন মাশরাফি। শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও দেখা গিয়েছিল তাঁর সেই রূপ। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বল হাতে করেছেন টি-টুয়েন্টি ফরম্যাটের ক্যারিয়ার সেরা বোলিং।

কুমিল্লার চার টপ অর্ডার ব্যাটসম্যান তামিম, ইমরুল, এভিন লুইস ও স্টিভ স্মিথকে সাজঘরে একাই পাঠিয়েছেন তিনি। ১১ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। দলের জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা।
ক্রিকেট এবং সদস্য হিসেবে দায়িত্ব মানিয়ে নেয়ার ব্যাপারে ম্যাচ শেষে মাশরাফি বলেন, 'ক্রিকেট আমার প্রথম প্রাধান্য। তাই আমি যখন মাঠে আমি তখন শুধুই একজন ক্রিকেটার।'
বিপিএলে এবারের আসরে তিন ম্যাচ খেলে দুইটিতে জয় তুলে নিয়েছে মাশরাফির রংপুর। বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে তাঁর দল।