বাংলাদেশে খেলা উপভোগ করছেন জাজাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে প্রথমবারের মতো খেলতে এসেই এখানকার ক্রিকেট মনে ধরেছে আফগানিস্তান ক্রিকেটার হজরতুল্লাহ জাজাইয়ের। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা জাজাই এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন, দেখাচ্ছেন নিজের ব্যাটিং সামর্থ্য।
মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন জাজাই। তিন চার এবং পাঁচ ছয়ে সাজানো ছিল জাজাইয়ের ইনিংসটি। ঢাকার হয়ে ইনিংসের ভালো শুরু এনে দেয়ার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

প্রথম ম্যাচে রাজশাহী ভাইকিংসের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়ার পর টুর্নামেন্ট দলের দ্বিতীয় ম্যাচেও হয়েছেন ম্যাচ সেরা। বিপিএলে টানা দুই ম্যাচে ম্যাচ সেরা হওয়া এবং এখানে খেলা উপভোগ করছেন তিনি।
'ভালো পারফর্ম করতে পারায় আল্লাহ্'র কাছে শুকরিয়া। আজ উইকেট কিছুটা ভালো ভিন্ন ছিল এবং কঠিনও ছিল। যখন আপনি আপনার ভালো ফর্মে থাকবেন তখন সব কিছুই ভালো হবে আপনার সাথে। এখানে খেলা অনেক উপভোগ করছি,' ম্যাচ শেষে বলেছেন জাজাই।
দারুণ ফর্মে আছেন জাজাই। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারের উপর রীতিমত চালাচ্ছেন তাণ্ডব। ফর্মে আছেন বলেই এমন পারফর্মেন্স করছেন তিনি। এর আগে আফগানিস্তান লিগেও দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।