জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুই ম্যাচে জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডাইনামাইটস। দারুণ ভাবে আসর শুরু করা দলটির অধিনায়ক সাকিব আল হাসান জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান পরের ম্যাচগুলোতেও।
টি-টুয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাকিব। সেই সঙ্গে ওপেনাররা দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন বলেই পরে সেই ধারাবাহিকতা ধরে রেখেই ব্যাটিং করেছেন ডাইনামাইটস ব্যাটসম্যানরা।

অধিনায়ক অবশ্য টুর্নামেন্টের কোন দলকেই ছোট করে দেখছেন না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও জানিয়েছেন, বিপিএলে অংশ নেয়া সবদলই শক্তিশালী। তাঁর ভাষায়,
'বিপিএলে অংশ নেয়া সবদলই শক্তিশালী। শুরুটা হয়েছিল আমাদের, সেটার ধারাবাহিকতা পুরো ইনিংস জুড়েই ছিল। এই ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ।'
বিপিএলে ঢাকার মতো দলকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করেন সাকিব। আরও জানিয়েছেন, দেশের সব ক্রিকেটারই চাওয়া থাকে ঢাকার জার্সিতে খেলার।
'ঢাকার হয়ে খেলছি, বিষয়টি অবশ্যই গর্বের আমাদের জন্য। সবাই চায় ঢাকার হয়ে খেলতে। জয় ছাড়া কোন কিছু নিয়ে ভাবছি ভাবছিনা আপাতত। এখনও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আমাদের।'