টানা দ্বিতীয় জয়ের মিশনে মুশফিকরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সকে হারিয়ে বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে এবার সিলেট সিক্সার্সের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে দলটি।
আগামীকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় ডেভিড ওয়ার্নারদের বিপক্ষে লড়বে মুশফিক বাহিনী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়া সিক্সার্সরা এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে নিঃসন্দেহে।
অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ওয়ার্নারের নেতৃত্বে আগের ম্যাচের ভুলগুলো শুধরে মাঠে নামতে মুখিয়ে থাকবে তারা। কেননা আগের ম্যাচে ব্যাটিং নিয়েই মূল সমস্যায় পড়তে হয়েছিলো তাদের। স্টিভ স্মিথদের দলের বিপক্ষে ব্যাট হাতে এক নিকোলাস পুরানের ৪১ রানের ইনিংসটি ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।
অবশ্য বোলিংয়ে ভালো পারফর্মেন্স করেছিলেন আল-আমিন, লামিচানেরা। ২টি করে উইকেট নিয়েছিলেন উভয়ই। সুতরাং ভাইকিংসদের মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত থাকছে সিক্সার্স টিম ম্যানেজমেন্ট।
অপরদিকে ভাইকিংস শিবিরেও দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং। রংপুরের বিপক্ষে ৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমেও তাদের ব্যাটিংয়ে যেভাবে ধ্বস নেমেছিলো তাতে করে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে মুশফিকের দলকে। এত কম রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও ৭ উইকেট খোয়াতে হয়েছিলো তাদের।
পাশাপাশি ম্যাচটি গড়িয়েছিলো শেষ ওভার পর্যন্তও। দলটির পক্ষে ২০ ঊর্ধ্ব ইনিংস খেলতে পেরেছিলেন শুধুমাত্র অধিনায়ক মুশফিক এবং আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ। ফলে বাড়তি দুশ্চিন্তা থাকছেই ব্যাটিং নিয়ে।
তবে সিক্সার্সদের মতো ভাইকিংসরাও স্বস্তিতে থাকতে পারে তাদের বোলিংয়ের ব্যাপারে। কেননা প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছিলেন রবার্ট ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ রাহি এবং নাঈম হাসানরা। প্রোটিয়া অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক ৪ উইকেট নিলেও রাহি এবং নাঈমরা ২টি করে উইকেট তুলে নিয়েছিলেন।

পিচ এবং কন্ডিশনঃ
বিপিএলের গত ম্যাচগুলোতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট অনেকটাই ধীর গতির ছিলো। এই ধরণের উইকেট থেকে বোলাররা কিছুটা সুবিধা পায় বিধায় গত ম্যাচগুলোতে টস জয়ী দলকে শুরুতে বোলিং করতে দেখা গিয়েছে। আগামীকালের ম্যাচেও একই ধরণের উইকেট রাখা হবে বলে ধারণা করা যাচ্ছে।
চোখ থাকবে যাদের ওপরঃ
রবার্ট ফাইলিঙ্ক (চিটাগাং ভাইকিংস):
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে বিপিএলের প্রথম ম্যাচেই আলো কেড়ে নিয়েছিলেন ভাইকিংসদের প্রোটিয়া অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ক। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মাশরাফিদের ৯৮ রানে অলআউটের পেছনে মূল ভূমিকা রেখেছিলেন।
৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। পরবর্তীতে ১২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ফ্রাইলিঙ্ক। দিন শেষে তাই ম্যাচ সেরার পুরষ্কারও পান এই দক্ষিণ আফ্রিকান। প্রথম ম্যাচের পর এবার সিলেট সিক্সার্সের বিপক্ষেও জ্বলে উঠতে চাইবেন তিনি।
ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স):
সিক্সার্সদের এই অস্ট্রেলিয়ান অধিনায়কের প্রতি শুরু থেকেই বাড়তি নজর ছিলো ক্রিকেট প্রেমীদের। টি টুয়েন্টি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই তারকার ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতে অনেকটাই মুখিয়ে ছিলেন মিরপুরের দর্শকেরা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন ওয়ার্নার।
তৌহিদ হৃদয়ের সাথে ভুল বোঝাবুঝিতে মাত্র ১৪ রানে আউট হয়েছিলেন তিনি। তবে এই অজি হার্ডহিটার যে আগামীকালের ম্যাচে নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়েই মাঠে নামবেন তা বলাই বাহুল্য। সিক্সার্সদের একটি বড় পুঁজি এনে দিতে অন্তত নিজের সেরাটাই ঢেলে দিতে চাইবেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তাই এবারও পাদপ্রদীপের আলোতেই থাকছেন তিনি।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।
চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।