আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট চান নাফিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলে দেশি এবং বিদেশী ক্রিকেটারদের প্রতিযোগিতায় দেশিরা নিজেদের পুরোপুরি ভাবে মেলে ধরতে পারেন না। ঘরোয়া ক্রিকেটে একটি মাত্র টি-টুয়েন্টি থাকায় দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে ফারাক তৈরি হচ্ছে। তাই রাজশাহী কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের চাওয়া, শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই আরও একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করুক বিসিবি।
যার মাধ্যমে দেশি ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসতে পারবে। এক্ষেত্রে ভারতে উদাহরণ হিসেবে নেয়া যায়। আইপিএলের পেছনে প্রত্যেক রাজ্য তাদের নিজস্ব টি-টুয়েন্টি লীগ আয়োজন করছে, বেরিয়ে আসছে ছোট ফরম্যাটের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার।

বাংলাদেশেও ঘরোয়া ক্রিকেটে আরও একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করলে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য অনেক ক্রিকেটার উঠে আসবে বলে বিশ্বাস নাফিসের। তাঁর ভাষায়,
'আমার ব্যক্তিগত একটি মতামত আছে, আমরা সব সময় বৈশ্বিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট দেখে থাকি। আইপিএল বলেন, বিপিএল বলেন, বিপিএল তো অবশ্যই বৈশ্বিক একটি টুর্নামেন্ট। এখানে দেখবেন বিদেশি ক্রিকেটাররা এসে ভালো করছে, কিন্তু দেশি ক্রিকেটাররা পারছে না। দেখুন প্রতিটা দেশেরই একটি নিজস্ব টুর্নামেন্ট থাকে।
ধরুন আইপিএলে ঘরোয়া তরুণ ক্রিকেটাররা এত টাকা পাচ্ছে, সুযোগ পাচ্ছে নিজেদের মেলে ধরার। এরা ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করেই আইপিএলে এক্সপোজার পাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের প্রিমিয়ার লিগের সাথে, বিসিএল, কিংবা এনসিএলের সাথে যদি ঘরোয়া টি-টুয়েন্টি থাকত তাহলে আমদের স্থানীয় ক্রিকেটাররা তৈরি হয়ে বিপিএলে পারফর্ম করতে পারত।'
বাংলাদেশের একমাত্র লিস্ট 'এ' টুর্নামেন্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) রয়েছে। কিন্তু ছোট ফরম্যাটের জন্য একমাত্র বিপিএল ছাড়া কোন টুর্নামেন্ট নেই বাংলাদেশে। ফলে সারা বছর লিস্ট 'এ' ও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে বিপিএলের প্রস্তুতি সম্ভব নয়।