ম্যাচ উইনারদের উপর আস্থা রাহির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টুয়েন্টি ক্রিকেটের নামকরা কোন ব্যাটসম্যান নেই চিটাগং ভাইকিংস দলে। তবে মুশফিক, শেহজাদ, রাজাদের মতো ব্যাটসম্যানদের উপর ভরসা আছে ভাইকিংসের পেসার আবু জায়েদ রাহির। নিজেদের দিনে একাই অনেক কিছু করতে পারেন মুশফিকরা, বিশ্বাস রাহির।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে জয় দিয়ে বিপিএল মিশন শুরু করেছে চিটাগং ভাইকিংস। বোলিং বিভাগ তাক লাগান পারফর্ম করলেও ধুঁকতে ধুঁকতে ম্যাচ জিতিয়েছে ব্যাটসম্যানরা। রংপুরের দেয়া মাত্র ৯৯ রানের লক্ষ্যে পৌঁছাতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভাইকিংসদের। আবার উইকেটও হারাতে হয়েছে সাতটি।

ইনিংসের শুরুর দিকে দলের হয়ে ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলেছিলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। মিডেল অর্ডারে ব্যাটিং ধসে দলের হাল ধরেছিলেন মুশফিক, খেলেছেন ৩১ বলে ২৫ রানের ইনিংস। সিকান্দার রাজা ব্যর্থ হলেও রাহির আস্থা আছে তাঁর উপরও। বড় লক্ষ্য তাড়ায়, কিংবা বড় লক্ষ্য সংগ্রহে এই ব্যাটসম্যানরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করবেন আশায় আছেন রাহি।
'আমাদের দুই তিন জন ক্রিকেটার আছে যারা একাই অনেক কিছু করতে পারে। যেমন মুশফিক ভাই আছেন, উনি অনেকগুলা আন্তর্জাতিক ম্যাচ একাই জিতিয়েছেন। তাই ওনার উপর আমাদের আশা আছে।
'মোহাম্মদ শেহজাদ আছে, সে ১৭ বলে ৫০ করেছেন, সে যদি তাঁর মতো খেলতে পারে তাহলে ভালো হবে। আবার সিকান্দার রাজা আছেন, উনি ভালো একজন ব্যাটসম্যান। ওনারা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমরা অবশ্যই বড় স্কোর করতে পারব,' ম্যাচের আগের দিন মিরপুরে সাংবাদিকদের সাথে বলেছেন রাহি।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং ভাইকিংস। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটির আগে আত্মবিশ্বাসী ভাইকিংস সদস্যরা।