promotional_ad

টেইলর-নিকোলসের শতক, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাটসম্যানের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচও জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৫১ রানের বিশাল ব্যবধানে সফরকারীদের পরাজিত করেছে কেন উইলিয়ামসের দল। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে কিউরা।


নেলসনের মাঠে নিউজিল্যান্ডের দেয়া ৩৬৫ রানের বিশাল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারেনি দলটি, ৪২তম ওভারেই অলআউট হয়েছে তারা।


লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল লঙ্কান দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা এবং ধনঞ্জয়া ডি সিলভা। ওপেনিং জুটি থেকে ৬৬ রান এসেছিল তাঁদের। ২৯ বলে ৩৬ রান নিয়ে টিম সাউদির বলে লেগ বিফোর হয়ে ফিরে যান সিলভা। এরপর ডিকওয়েলার সাথে জুটি ধরেন তিনে নামা ব্যাট???ম্যান কুশল পেরেরা। দুই জনের ৪১ রানের জুটি ভাঙ্গেন লকি ফার্গুসন। ওপেনার ডিকওয়েলাকে ৪৬ রানে ফেরান তিনি। তাঁর বিদায়ে লঙ্কান মিডেল অর্ডারে ধস পড়ে। ১০ রানের ব্যবধানে দুই উইকেট হারায় তারা।


দলের হাল ধরেন দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতক হাঁকানো থিসারা পেরেরা। তিনি একাই দলের হয়ে ৮০ রানের ইনিংস খেলেন। তাঁর সাথে সঙ্গ দেন দানুশকা গুনাথিকালা, ৩১ রানের ইনিংস খেলেন তিনি। শেষের দিকে আর কেউ দাঁড়াতে পারেনি লঙ্কানদের হয়ে। ৪১.১ ওভারে ২৪৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। নিউজিল্যান্ডের চার উইকেট নেন ফার্গুসন এবং তিন উইকেট নেন ইশ সোধি। একটি করে উইকেট নেন সাউদি এবং নিশাম।



promotional_ad

টসে জিতেও স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল লঙ্কানরা। বিপদ ঘটেছিল সেখানেই। যদিও শুরুতে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই নিয়ে নিয়েছিল লাসিথ মালিঙ্গার দল। দলীয় ১৬ রানেই ওপেনার মার্টিন গাপটিলকে হারায় তারা। দলীয় ৩১ রানে আরেক ওপেনার কলিন মুনরোও বিদায় নেন ব্যক্তিগত ২১ রান করে। দুইজনকেই আউট করেছেন লঙ্কান অভিজ্ঞ পেসার মালিঙ্গা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রানের জুটি গড়ে দলকে দারুণ অবস্থান এনে দিয়েছেন অধিনায়ক উইলিয়ামস এবং চারে নামা ব্যাটসম্যান রস টেইলর।


৫৫ রান করে উইলিয়ামস আউট হলেও ব্যাট হাতে লঙ্কানদের দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন টেইলর। হেনরি নিকোলসের সাথে ১৫৪ রানের দারুণ জুটি গড়েন তিনি। ২০তম শতক হাঁকিয়ে ১৩৭ রানে ফিরেছেন টেইলর। কিন্তু নির্ধারিত পঞ্চাশ ওভার শেষ করে ব্যক্তিগত প্রথম শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন নিকোলস। ক্যারিয়ার সেরা ইনিংস ১২৪ রানের ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। লঙ্কানদের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন মালিঙ্গা, এক উইকেট নিয়েছেন সান্দকান। দুর্দান্ত ব্যাটিং করার ম্যাচ সেরা হয়েছেন কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।


সংক্ষিপ্ত স্কোর


নিউজিল্যান্ডঃ ৩৬৪/৪ (৫০ ওভার)


(টেইলর ১৩৭, নিকোলস ১২৪; মালিঙ্গা ৩/৯৩)



শ্রীলঙ্কাঃ ২৪৯ অলআউট (৪১.১ ওভার)


(থিসারা ৮০, ডিকওয়েলা ৪৬; ফার্গুসন ৪/৪০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball