জাজাই ও নারিনের ব্যাটে সাকিবদের উড়ন্ত সূচনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডাইনামাইটসঃ ২৯/০ (৩ ওভার) (জাজাই- ১৪*, নারিন-৯*) (আলি-৫/০, উইজ- ৩/০)
ডাইনামাইটসের দারুণ শুরুঃ

খুলনার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সুনীল নারিন এবং হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে দারুণ সূচনা পেয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। এরই মধ্যে মাত্র ৩ ওভারেই ২৯ রান তুলে ফেলেছে তারা।
ইনিংসের প্রথম ওভারেই আলি খানের পঞ্চম বলে ৪ মেরে রানের খাতা খোলেন আফগান হার্ডহিটার জাজাই। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে শরিফুল ইসলামকে লং অনের ওপর দিয়ে একটি বিশাল ছক্কা হাঁকান তিনি। একই ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ক্যারিবিয়ান ওপেনার নারিনও। ফলে বড় স্কোরের আভাস দিচ্ছে ঢাকা।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধি???ায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, আলি খান, জাহির খান, তাইজুল ইসলাম।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।