এক পরিবর্তন নিয়ে খেলছে মাহমুদুল্লাহরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আজ খুলনা টাইটান্সের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে তারা।
তবে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে পরাজিত হওয়া খুলনার একাদশে এসেছে একটি পরিবর্তন। আজ ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটের পরিবর্তে দলে অন্তর্ভুক্তি ঘটেছে দক্ষিণ আফ্রিকান ডেভিড উইজের।

উল্লেখ্য আজ ডাইনামাইটস দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন হজরতউল্লাহ জাজাই, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। অপরদিকে খুলনা দলটিতে উইজ ছাড়া আরও রয়েছেন পল স্টারলিং, আলি খান এবং জাহির খান।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, আলি খান, জাহির খান, তাইজুল ইসলাম।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।