টস বিজয়ী মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মাঠে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ।
উল্লেখ্য আজকের এই ম্যাচের আগে আত্মবিশ্বাসে কিছুটা এগিয়ে আছে সাকিবদের দল। কেননা নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তাঁরা।

অপরদিকে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে পরাজিত হয়েছিলো রিয়াদের দল খুলনা। পরিসংখ্যানেও পিছিয়ে আছে দলটি। শেষ তিন ম্যাচের তিনটিতেই ঢাকার বিপক্ষে হেরেছিল তারা।
ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।