বিশ্বকাপ নয়, অস্ট্রেলিয়া সিরিজই কোহলির সেরা সাফল্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭১ বছরে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এই সিরিজ জয়কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। এই জয়ের রোমাঞ্চ ২০১১ বিশ্বকাপ জয়ের আনন্দকেও ছাড়িয়ে গিয়েছে তাঁর কাছে।
সিডনি টেস্ট বৃষ্টির কারণে ড্র হলেও ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে নিয়েছে ভিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দল এবং দলের ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করেছেন সেটার জন্য গর্বিত তিনি। কোহলির ভাষায়,

‘অবশ্যই আমার সব অর্জন বা সাফল্যের তালিকায় এটা সবার উপরে থাকবে। আমরা যখন ২০১১ সালে বিশ্বকাপ জিতলাম তখন আমি আমার দলের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য ছিলাম। আমি দেখছিলাম সবাই অনেক আনন্দ উল্লাস করছে, আবেগাপ্লুত হচ্ছে।
'কিন্তু সেটি আমাকে তেমন ছুঁয়ে যায়নি। অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো এসে এই সাফল্য পাওয়ার পর বুঝতে পারছি যে নিশ্চয়ই বড় কিছু করেছি। যা আমরা নিজেদের ইতিহাসেই আগে কখনো করতে পারিনি। আমরা নিশ্চয়ই এই জয়ে গর্বিত হতে পারি।’
এদিকে উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে ভারত। এই সিরিজ জয়টা ভারতকে নতুন পরিচয় দিবে বলে মনে করছেন অধিনায়ক কোহলি।
সেই সঙ্গে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও বিশ্বাস তাঁর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি আরও বলেন,
‘এই সিরিজ জয়টা ভারতীয় দল হিসেবেও আমাদের নতুন একটা পরিচয় দেবে। যা দেখে নতুন প্রজন্মের ছেলেরাও অনুপ্রেরণা পাবে নিজ দেশের ক্রিকেটারকে এগিয়ে নেয়ার। এ জয় নিঃসন্দেহে ভারতের ক্রিকেটের জন্য একটা অগ্রণী পদক্ষেপ।’