সিডনিতে ইতিহাসের সাক্ষী ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিডনিতে ইতিহাস গড়েছে ভিরাট কোহলি'র ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে তাঁরা। শেষ দিন বৃষ্টির কারণে কোন বল মাঠে গড়ায় নি। পরবর্তীতে দুই দলের অধিনায়কের সাথে আলাপ করেই আম্পায়াররা ম্যাচটির ফলাফল ড্র ঘোষণা করেন। ফলে ৭১ বছরে এই প্রথম অস্ট্রেলিয়া সফরে সিরিজ জয়ের গৌরব অর্জন করে ভারত।
সেই সঙ্গে উপমহামেদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতা উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে গৌরব অর্জন করেছেন ভিরাট কোহলি। এর আগে অজিদের মাটিতে ১১টি সিরিজ খেললেও ভারতের সর্বোচ্চ সাফল্য ছিলো ১৯৮১ সালে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা।
২০১৪ সালে সিডনি টেস্টেই ভারতের টেস্ট অধিনায়কত্ব পান কোহলি, চার বছর পর তাঁর হাত ধরেই সিরিজ জিতল সফরকারীরা। পুরো সিরিজে দারুণ ব্যাটিং করার জন্য সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। সিরিজ তিনটি শতক হাঁকানো এই ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরাও। সবমিলিয়ে ৪ ম্যাচে ৩ সেঞ্চুরিতে প্রায় ৭৫ গড়ে ৫২১ রান করেছেন তিনি।
পঞ্চম দিন কোন বল মাঠে না গড়ানয় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬ রান। চতুর্থ দিন অবশ্য অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়েছিল ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে বিগত ৩০ বছরের মধ্যে প্রথম বারের মত অজিদের ফলো-অনের লজ্জায় পড়ে টিম পেইনের দল।

এর আগে টসে জিতে প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা এবং রিশাভ পান্তের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৬২২ রান করেছিল ভারত। জবাবে ৩০০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৪ ওভার ব্যাট করে ৬ রান তুলতেই নামে বৃষ্টি।
এর আগে সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছি ভারত। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে পার্থে ভারতকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে ফেরে অজিরা। মেলবোর্নে এসে আবারও ঘুরে দাঁড়ায় ভিরাট কোহলির দল। ১৩৭ রানে অজিদের হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ৬৬২/৭ ডিক্লে (১৬৭.২ ওভার)
(চেতেশ্বর পূজারা ১৯৩, রিশাব পান্ত ১৫৯*) (নাথান লায়ন ৪/১৭৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩০০ অল আউট (১০৪.৫ ওভার)
(মার্কাস হ্যারিস ৭৯, পিটার হ্যান্ডসকম্ব ৩৭), (কুলদিপ যাদব ৫/৯৯)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ৬/০ ফলো-অন (৪ ওভার)
(মার্কাস হ্যারিস ২*, উসমান খাওয়াজা ৪*)