promotional_ad

থেকেও কেন গেইল নেই?

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিস গেইল রংপুরের হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসেছেন দুই দিন হয়েছে। প্রথম ম্যাচে রংপুরের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে গেইল খেলবেন, বিষয়টি অনুমেয় ছিল। কিন্তু খুলনার বিপক্ষে রংপুরের দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না ক্রিস গেইল।


জানা গিয়েছে, বিপিএল খেলার জন্য উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র পেতে দেরি হয়েছে তাঁর। রবিবার ক্যারিবিয়ান অঞ্চলে সাপ্তাহিক ছুটি থাকায় অনাপত্তিপত্র হাতে পেতে বিলম্ব হয়।



promotional_ad

নিয়ম অনুযায়ী অনাপত্তি পত্র হাতে পেলেই গেইলকে খেলাতে পারবে রংপুর, এর আগে নয়। খুলনার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার পরেই অনাপত্তি পত্র হাতে পেয়েছে রংপুর।


আহসানুর রহমান মল্লিক রনি, রংপুরের মিডিয়া ম্যানেজার খুলনার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। 


তাঁর ভাষায়, 'গেইলের অনাপত্তি পত্র হাতে পেতে দেরি হয়েছে। হাতে না পাওয়া পর্যন্ত গেইল খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটি থাকায় দেরি হয়েছে। আমরা আশা করছি আগামী ম্যাচে গেইলকে পাবো।'



রংপুর তাদের তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে মাশরাফিরা। প্রথম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে লো স্করিং ম্যাচে হারলেও খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে রংপুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball