promotional_ad

এই আফ্রিদি অবাক করেছে সালাউদ্দিনকে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শহীদ আফ্রিদি সুপরিচিতি মারদাঙ্গা ব্যাটিংয়ের জন্য। মাথা খাটিয়ে ব্যাটিং করা তাঁর অভিধানে নেই। কিন্তু বিপিএলের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলে সফল হয়েছেন আফ্রিদি।  
 
তামিম ইকবালের সাথে শহীদ আফ্রিদির নিয়ন্ত্রিত ব্যাটিং কুমিল্লাকে বিপিএলের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছে। তবে মিরপুরের কঠিন উইকেটে লো স্কোরিং ম্যাচে ১২৮ রানের ম্যাচ জিততেও শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে তারকায় ঠাসা কুমিল্লাকে। 


টপ অর্ডারে তামিমের সাথে লোয়ার অর্ডারে আফ্রিদির মাথা খাটানো ব্যাটিং শেষ পর্যন্ত কুমিল্লাকে জয় এনে দিয়েছে। উইকেটের চরিত্র বুঝে তামিমের সাথে আফ্রিদির সচেতন ব্যাটিং অবাক করেছে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। 



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'টুর্নামেন্টের শুরুর ম্যাচে আসলে প্রতিটি দলই নার্ভাস থাকে। আমরাও নার্ভাস ছিলাম এটা অস্বীকার করার কিছু নেই। আফ্রিদি এতোটা সচেতন হয়ে খেলবে এটা কখনোই ভাবিনি। 


'আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ পাশাপাশি ও নিজেও সেদিন বলছিল এখন সে ব্যাটিং অনেক সচেতন হয়ে ব্যাট করে। আশা করবো আফ্রিদি পুরো টুর্নামেন্টে এভাবে সচেতন হয়ে খেলবে।'


১২৮ রানের লক্ষ্যে খেলতে নামা কুমিল্লা ইনিংসের ১৫তম ওভারে বিজয়ের উইকেট হারায়। উইকেটে জমে যাওয়া তামিমকে সঙ্গ দিতে মাঠে নামতে হয় আফ্রিদিকে। দলের জয়ের জন্য তখনও ৪৫ রান দরকার, হাতে আছে ৩৪ বল। 



উইকেটে জমে যাওয়া তামিমের সাথে আফ্রিদি জুটি গড়তে পারলেই জয় নিশ্চিত কুমিল্লার। কিন্তু ১৭তম ওভারে দলের ৯৭ রানের সময় রান আউট হন তামিম। সেখান থেকে রান বাড়ানোর দায়িত্ব এসে বর্তায় আফ্রিদির কাঁধে, কুমিল্লার চাহিদা তখন ২১ বলে ৩১ রান। 


উইকেটে টিকে থাকলেই কুমিল্লার জয় নিশ্চিত, আফ্রিদির সেই সময় আফ্রিদিয় ইনিংস না খেলে এক-দুই রানে প্রান্ত বদল করে খেললেই ফলাফল কুমিল্লার পক্ষে যাবে। আফ্রিদি তাই করলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে ২৫ বলে অপরাজিত ৩৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন আফ্রিদি। মাথা খাটিয়ে খেলেই কুমিল্লাকে ব্যাট হাতে ম্যাচ জেতালেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball