promotional_ad

‘ভারতের ‘বি’ দলকে হারাতেও পাকিস্তানের ঘাম ঝরবে’

পাকিস্তান দল ও সুনীল গাভাস্কার, আইসিসি
ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

promotional_ad

ভারতের কাছে ব্যাটে-বলে রীতিমতো আত্মসমর্পন করেছে পাকিস্তান। দলটির এমন পারফরম্যান্স দেখে সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন ভারতের 'বি' দলকেও হারাতে কষ্ট হবে পাকিস্তানের। গাভাস্কার পাকিস্তান ও ভারতের মধ্যে পার্থক্য বোঝাতেই হয়তো এমন মন্তব্য করেছেন।


আরো পড়ুন

জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান

৬ ঘন্টা আগে
জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান, ফাইল ফটো

গাভাস্কার বলেছেন, 'আমি মনে করি, ভারতের ‘বি’ দল সম্ভবত... (পাকিস্তানের ঘাম ছুটে দেবে)। ‘সি’ দল পারবে কি না সে বিষয়ে নিশ্চিত নই, তবে ‘বি’ দলকে হারাতে পাকিস্তানের বর্তমান দলের খুব, খুব কষ্ট হবে।'


২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা হচ্ছে। এরপর তিন ফরম্যাটেই অধিনায়ক বদল করেও উন্নতি হচ্ছে না পাকিস্তান দলের পারফরম্যান্সে। গাভস্কার মনে করেন পাকিস্তান দলে প্রতিভাবান খেলোয়ারের সঙ্কট রয়েছে। এমনকি পাকিস্তানের বেঞ্চ শক্তিতে ঘাটতি দেখেও অবাক তিনি।



promotional_ad

ভারতীয় এই সাবেক ক্রিকেটার বলেন, ‘তাদের বেঞ্চের শক্তির ঘাটতি দেখে আমি অবাক। পাকিস্তান দলে সব সময় সহজাত প্রতিভা ছিল। টেকনিক্যালি সঠিক না হলেও ব্যাট-বলের দারুণ বোঝাপোড়ার কারণেই তারা সহজাত ছিল।’


গাভাস্কারের ধারণা টেম্পারমেন্ট থাকলে টেকনিকের ঘাটতিও পুষিয়ে নেয়া যায়। তিনি উদাহরণ টেনেছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হকের। আদর্শ ব্যাটিং স্ট্যান্স না নিয়েও কিংবদন্তি হিসেবে ক্যারিয়ার শেষ করেছিলেন এই পাকিস্তানি ব্যাটার। বর্তমান কোনো ব্যাটারের মধ্যেই তা দেখতে পান না গাভাস্কার।


তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে আমরা ইনজামামকে দেখতে পারি। আপনি কোনো তরুণ ব্যাটারকেই আদর্শ স্ট্যান্স হিসেবে তারটা বলতে পারবেন না। কিন্তু তার দুর্দান্ত টেম্পারমেন্ট ছিল। এই টেম্পারমেন্ট দিয়েই সে সব টেকনিক্যাল ঘাটতি পুষিয়ে নিয়েছে।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball