কুমিল্লার কম্বিনেশন দারুণঃ আফ্রিদি

ছবি: Photo - BCB

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারানোর পর দলের কম্বিনেশনের প্রশংসা করেছেন ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেয়া অলরাউন্ডার শহীদ আফ্রিদি।কুমিল্লার এই পাকিস্তানি রিক্রুট। টসে জিতে অধিনায়ক স্টিভ স্মিথের বোলিং নেয়ার সিদ্ধান্তকেও সমর্থন দিয়েছেন তিনি।
বিপিএলে সিলেট এবং কুমিল্লার মধ্যকার ম্যাচটি শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি আরও জানিয়েছেন সম্প্রতি টি ১০ ক্রিকেট খেলে আসার কারণে ভালো করার ব্যাপারে কিছুটা সন্দিহান ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে জয় এনে দিতে সক্ষম হয়েছেন বিধায় সন্তুষ্ট পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বলেছেন,

'টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্ত অধিনায়কের সঠিক ছিলো। দলের কম্বিনেশন আসলেই অনেক ভালো এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়া সর্বদাই দারুণ। আমি কিছুটা চিন্তিত ছিলাম কারণ টি ১০ এর পরে আমি তেমন ক্রিকেট খেলিনি। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার।'
কুমিল্লা দলটিতে মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মেহেদি হাসানদের মতো বেশ কিছু স্থানীয় ক্রিকেটার রয়েছে যারা ম্যাচের মোড় পাল্টে দেয়ার ক্ষমতা রাখেন। বিদেশি এবং স্থানীয় ক্রিকেটাররা সকলে একতাবদ্ধ থাকলে সবসময় ভালো করা সম্ভব মতামত আফ্রিদির। তাঁর ভাষায়,
'মূল বিষয় হলো আমাদের দলে বেশ কিছু স্থানীয় ক্রিকেটার রয়েছে। বিদেশি ক্রিকেটাররা সবখানেই ভালো খেলে। সবসময় একতাবদ্ধ থাকাটাই আসলে প্রয়োজন।'
উল্লেখ্য ২৫ বলে ৩৯ রানের অপরাজিত একটি ইনিংস খেলার মাধ্যমে সিলেটের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়েছিলেন শহীদ আফ্রিদি। পাশাপাশি বল হাতে ১টি উইকেট শিকার করেছিলেন তিনি।