promotional_ad

হেলমটের বহু দায়িত্ব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের হাইপারফর্মেন্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। শুধু এইচপি দলের দায়িত্ব নয়, তাঁর কাঁধে রয়েছে আরও বহু দায়িত্ব।


টাইগার 'এ' দলের হয়েও কাজ করেন এই অস্ট্রেলিয়ান। এবার চিটাগং ভাইকিংসের দায়িত্বভারও পেয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে টম মুডির সাথে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও কাজ করে আসছেন এই অস্ট্রেলিয়ান।


বছর জুড়ে নানা দায়িত্ব পালন করেই সময় কাটে হেলমটের। একাধারে এত দায়িত্ব পালন নিয়ে হেলমট বলেছেন,



promotional_ad

'আমি বাংলাদেশের এইচপি দলের কোচ এবং 'এ' দলের সাথেও কাজ করি। তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করা দারুণ অনুভূতির। এখন আমি চিটাগং ভাইকিংসের সাথে কাজ করছি। কিছুদিন পর আইপিএলে সানরাইজার্সের সাথে কাজ করতে যাব। সেখান থেকে ফিরে এখানে এইচপি প্রোগ্রামে যোগ দিব।'  


হেলমটের এইচপি প্রোগ্রাম থেকে সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটার পেয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে সাদমান ইসলামের নাম সবার আগে আসবে। এছাড়া বিপিএলে বিভিন্ন দলে খেলছে এইচপি প্রোগ্রামে থাকা ক্রিকেটাররা।


'দুর্ঘটনার কবলে পড়া এইচপি দলের রাব্বি এখন আবার খেলেছে। মিশুকে দেখেও ভালো লাগল যে অসুস্থ ছিল, এখন সে আবার খেলায় ফিরে এসেছে। উইন্ডিজদের বিপক্ষে অভিষেক হওয়া সাদমান ইসলামকে নিয়েও আমি অনেক সন্তুষ্ট।'


এইচপি দল কিংবা 'এ' দল থেকে জাতীয় দলের জন্য ক্রিকেটার বের করার কঠিন দায়িত্ব নিয়েছেন সাইমন হেলমট। বিপিএল ও আইপিএলের দায়িত্ব শেষ করে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কাজ করতে শুরু করবেন সাইমন। বাংলাদেশ দলের জন্য ছোট ফরম্যাটের ক্রিকেটের তারকা ক্রিকেটার খুঁজে বের করবেন তিনি।



'সামনে আমাদের অনেক খেলা আছে। মূলত মে মাসের শেষের দিক থেকে এইচপি এবং 'এ' দলের ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করব। আবার ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটার বের করতে হবে জাতীয় দলের জন্য।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball