যে কোন উইকেটে ছক্কা হাঁকাতে পারিঃ জাজাই

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস দুই দলকেই ভুগিয়েছে মিরপুরের উইকেট। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই উইকেটেই বিধ্বংসী ব্যাটিং করেছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার হজরতুল্লাহ জাজাই। উইকেট যেমনই হোক ছক্কা মারতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে ব্যাট হাতে তাণ্ডব চালান আফগান ক্রিকেটার জাজাই। প্রথম ওভারেই স্পিনার মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকান তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আবারও মিরাজকে পেয়ে ওভারে তিন ছয় মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসে ২২ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ব্যাট হাতে মারকুটে মেজাজে চারটি চার এবং সাতটি ছয় হাঁকিয়ে ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন জাজাই। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে জাজাই বলেন,
'উইকেট সহজ ছিল না। কঠিন ছিল কিন্তু আমি ভালো ফর্মে আছি। তাই যে কোন উইকেটে আমি ছক্কা হাঁকাতে পারি।'
২০১৮ সালে অনুষ্ঠিত আফগান লিগে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন টি-টুয়েন্টির দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলে আদর্শ মানা ২০ বছর বয়সী জাজাই। তাঁর ভাষায়,
'আমার আদর্শ ক্রিস গেইল। আমি নিজের সামর্থ্যে বিশ্বাস করি। যদি বল আমার নাগালে থাকে তাহলে আমি বিভিন্ন জায়গায় ছয় মারতে পারি।'