promotional_ad

মুখোমুখি স্মিথ-ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রবিবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বল টেম্পারিংয়ের দায়ে বর্তমানে ক্রিকেট থেকে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় ম্যাচে  (বিপিএল) একে পরের বিপক্ষে লড়বেন এই দুই ক্রিকেটার।


মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার দিন দুজনের কাঁধেই থাকছে অধিনায়কত্বের দায়িত্ব। সিলেট সিক্সার্সের নেতৃত্ব থাকবেন ডেভিড ওয়ার্নার আর কুমিল্লার নেতৃত্ব দিবেন স্মিথ। 


দুইদলের সব ক্রিকেটারকে ছাপিয়ে কালকের ম্যাচে তাই চোখ থাকবে তাঁদের পারফর্মেন্সের উপরেই।সিলেট এবং কুমিল্লা চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। 


তাই স্মিথ এবং ওয়ার্নার দুজনই চাইবেন জয় দিয়ে বিপিএল মিশন শুরু করতে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। 


কাগজে কলমে দু'দলই সমান শক্তিশালি। কিন্তু বিদেশী ক্রিকেটারদের অভিজ্ঞতার বিচার সিলেটের চেয়ে এগিয়ে থাকবে কুমিল্লা। শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, এভিন লুইস এবং স্টিভ স্মিথের মত তারকারা দলে থাকায় চাপে থাকবে সিলেট।


promotional_ad

সেই সঙ্গে তামিম ইকবাল, মোহাম্মাদ সাইফুদ্দিন এবং মেহেদি হাসানদের মত ক্রিকেটাররা কুমিল্লার শক্তি বাড়াবেন। তবে সিলেটও চাইবে তাঁদের সেরাটা দিতে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পাশাপাশি নিকোলাস পুরান, ইমরান তাহির, আন্দ্রে ফ্লেচার এবং সন্দিপ লামিচানেদের মত বিদেশী ক্রিকেটাররা আছেন সিলেটে।


দেশী ক্রিকেটাররাও সিলেটের বড় শক্তি। সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদের পাশাপাশি আল আমিন হোসেন, এবং দুই তরুণ আফিফ হোসেন ও তৌহিদ রিদয়রা আছেন সিলেটে। যাদের উপর ভরসা করতে পারবেন অধিনায়ক ওয়ার্নার।


তাই কালকের ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ বললে ভুল হবেনা। এখন মাঠের লড়াইয়ে যারা নিজেদের সেরাটা দিতে সক্ষম হবে তারাই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়বেন।


নজর থাকবে যাদের উপরঃ


স্টিভ স্মিথ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছেন স্মিথ। তাই নিজের প্রথম ম্যাচেই বড় ইনিংস খেলতে চাইবেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্ব দিয়ে দলকে জয় এনে দেয়াই লক্ষ্য থাকবে তাঁর। 


ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স) ঃ সিলেটের সাফল্য অনেক বেশী নির্ভর করবে ওয়ার্নারের পারফর্মেন্সের উপর। শুরুতে তাঁর কাছ থেকে ভালো সূচনা চাওয়ার পাশাপাশি তাঁর ব্যাটে বড় ইনিংস চাইবে সিলেট কর্তৃপক্ষ। স্মিথের মত তিনিও চাইবেন অধিনায়কত্ব দিয়ে প্রথম ম্যাচেই জয় পেতে। 


কুমিল্লা স্কোয়াডঃ 


তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখাই, আমির ইয়ামিন, স্টিভ স্মিথ।


স্কোয়াডঃ লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball