দ. আফ্রিকার অভিজ্ঞতায় বিপিএলে সফল ফ্রাইলিঙ্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজ দেশ দক্ষিণ আফ্রিকার লীগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই চিটাগাং ভাইকিংসকে জয় এনে দিতে সক্ষম হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পর ব্যাটিংয়ের সময় দলের বিপদে শেষ পর্যন্ত টিকে থেকে ভাইকিংসদের উদ্বোধনী ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি।
নিজের সামর্থ্যের সবটুকু দিয়েই ব্যাট করেছেন ফ্রাইলিঙ্ক। তাঁর জানা ছিল যে শেষ ওভার পর্যন্ত টিকে থাকলে সহজেই জয় আসবে। সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত ব্যাট করেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্রাইলিঙ্ক বলেন,

'সামর্থ্যের সবটুকু দিয়ে ব্যাট করার চেষ্টা করেছি। ঘরের মাঠে এমন ধরণের পরিস্থিতিতে আগেও পড়েছি। যানতাম যে শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেই দলকে জয় এনে দিতে পারব। স্বাচ্ছন্দ্য ভাবেই ব্যাট করেছি, সানজামুল আমার কাজটা সহজ করে দিয়েছিল আরও।'
এদিকে ফ্রাইনলিঙ্ক আরও জানিয়েছেন, এই ম্যাচে জয় পাওয়া যে কঠিন হবে তাঁদের জন্য সেটা তিনি আগে থেকেই জানতেন। সেই সঙ্গে উইকেটে ব্যাট করা কঠিন ছিল। তাঁর ভাষায়,
'জয়টা যে সহজে আসবে না সেটা আগে থেকেই জানা ছিল। উইকেটে ব্যাট করা কঠিন ছিল। আর শুরুতে উইকেট হারিয়ে বসলে কাজটা আরও কঠিন হয়ে যায়। প্রথমে ভাবিনি জয় পেতে এত সময় লাগবে কিন্তু আমরা উইকেট হারিয়েছি যেকারণে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাদের। যেহেতু বোনাস পয়েন্ট নেই তাই সময় নিয়ে জেতা যায়।'