দিন শেষে জয়কেই প্রাধান্য দিচ্ছেন মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাত্র ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসকে। সহজ ম্যাচ কঠিন করে জিতলেও দিন শেষে ম্যাচে জয় পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন এই দলপতি।
যদিও উইকেটে ব্যাট করা কঠিন ছিল বলে ম্যাচ শেষে জানালেন মুশফিক। বিশেষ করে বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। এই কারণেই ব্যাটসম্যানদের কষ্ট করতে হয়েছে রানের জন্য।

শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে দলকে জয় এনে দেয়ার জন্য সানজামুল ইসলাম এবং রবি ফ্রাইলিঙ্ককে ধন্যবাদও জানিয়েছেন ভাইকিংস কাপ্তান। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা ফ্রাইলিঙ্ককের প্রশংসা করেছেন তিনি। মুশফিক বলেন,
'দিন শেষে জয় পাওয়াটাকেই প্রাধান্য দিচ্ছি। যদিও উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছিল। ভালো জায়গায় বল করে সাফল্য পাচ্ছিলেন তাঁরা। যখন জিনিষগুলো আপনার দিকে যাবে তখন সব কিছু সহজ হয়েছে।
'দলের বোলাররা দারুন করেছে। ম্যাচ সেরা পারফর্মেন্সের জন্য ফ্রাইলিঙ্কের প্রশংসা করতেই হয়। শেষ পর্যন্ত টিকে থেকে জয় এনে দেয়ার জন্য সানজামুল এবং ফ্রাইলিঙ্ককে ধন্যবাদ জানাতেই হয়।'
প্রথম ম্যাচে জিতে দারুন সূচনা পাওয়া চিটাগাং আত্মবিশ্বাসের দিক দিয়ে বাকিদের থেকে এগিয়ে রয়েছে। ৯ তারিখ সিলেটের বিপক্ষে এই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলটি।