ফাস্ট বোলিংয়ে বিপক্ষে হাত পাকানোর মাধ্যম বিপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দ্রুত গতির বল মোকাবেলায় দেশীয় ব্যাটসম্যানদের হাত পাকানোর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিপিএল। যা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। সাদা বলের ক্রিকেটে দেশের এমন উন্নতি বিপিএলের কারণেই হচ্ছে, ধারণা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণে স্থানীয় ক্রিকেটারদের উন্নতি হচ্ছে। বিশেষ করে দলগুলোতে বিশ্বমানের ফাস্ট বোলার অংশ নেয়ায় তাঁদের সাথে অনুশীলনের সুযোগ পাচ্ছে ব্যাটসম্যানরা।

আবার ম্যাচে প্রতিপক্ষের গতিময় বোলারদের মোকাবেলা করতে হচ্ছে। সেই সুবাদে এখন ১৪০ গতির ঊর্ধ্বের বলও খুব অনায়াসে সামলে নিতে পারে টাইগার ব্যাটসম্যানরা।
'বিপিএল আসার পর থেকে আমাদের বিশেষ করে সাদা বলের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং খেলায় অনেক পরিবর্তন এসেছে। এখন ১৪০-১৪৫ গতির বল সহজেই সামাল দিতে পারে দেশীয় ব্যাটসম্যানরা, যেটা আগে ছিল না।
'তাদের সাথে অনুশীলন করা পরবর্তী পদক্ষেপের জন্য বা জাতীয় দলে খেলা সহজ হয়ে যায়। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম,' শনিবার সাংবাদিকদের বলেছেন ইমরুল কায়েস।
বিপিএলে প্রতি বছরই অংশ নিচ্ছে বিশ্ব ক্রিকেটের মানসম্মত ক্রিকেটাররা। এখানে খেলেছেন হাসান আলি, মোহাম্মদ আমির, লাসিথ মালিঙ্গার মতো গতিময় বোলাররা। যাদের বোলিং মোকাবেলা করে এখন ফাস্ট বোলিংয়ে কিছুটা সাবলীল বাংলাদেশি ব্যাটসম্যানরা।