promotional_ad

খুলনা টাইটান্সঃ বিপিএলের নীরব ঘাতক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


খুলনা টাইটান্সঃ গতবারের চতুর্থ সেরা দল


স্কোয়াডঃ ডেভিড মালান, পল স্টার্লিং, নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেলর, মাহমুদউল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, লাসিথ মালিঙ্গা, ডেভিড উইজ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জহির খান, আলী খান, শুভাশীষ রায়, তানভীর ইসলাম, ইয়াসির শাহ।


শক্তিঃ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে খুলনা টাইটান্স। ভারসাম্যই খুলনা দলের প্রধান শক্তি। ব্যাটিং বিভাগে বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, পল স্টার্লিংদের সাথে টপ অর্ডার সামাল দিবেন দেশীয় ক্রিকেটার নাজমুল হাসান শান্ত, জুনায়েদ সিদ্দিকিরা।



promotional_ad

এরপর মিডেল অর্ডারে ব্যাট হাতে রান করতে খুলনা দলে রয়েছেন ব্রেন্ডন টেলর, মাহমুদউল্লাহ রিয়াদ, জহুরুল ইসলামের মতো ক্রিকেটাররা। আছেন দেশীয় তরুণ ক্রিকেটার মোহাম্মদ আল-আমিন, মাহিদুল ইসলাম অঙ্কনও। শেষের দিকে ঝড় ইনিংস খেলে দলের খাতায় দ্রুত রান যোগ করতে আছেন অলরাউন্ডার আরিফুল হক এবং কার্লোস ব্র্যাথওয়েট।


ব্যাটিংয়ের পর বোলিং বিভাগেও শক্তিশালী খুলনা। লাসিথ মালিঙ্গার সাথে বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ দলে আছেন দেশীয় পেসার শরীফুল ইসলাম, শুভাশীষ রায়। স্পিন বিভাগ সামাল দিতে আছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ এবং বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বল হাতে অবদান রাখার দারুণ সক্ষমতা রয়েছে দলের অধিনায়ক রিয়াদের, গত আসরগুলোতে যে কাজ তিনি নিভৃতে করে গিয়েছেন।


দুর্বলতাঃ তবে ভারসাম্যপূর্ণ দল হলেও খুলনার দুর্বলতা ব্যাটিং লাইন আপে। টপ অর্ডারে টি-টুয়েন্টি ফরম্যাটের বিশেষজ্ঞ কোন ব্যাটসম্যান নেই খুলনা দলে। বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভার থেকে বিধ্বংসী ব্যাটিং করার মতো ব্যাটসম্যান নেই তাদের।


সাথে টেস্টের অভিজ্ঞ বোলার তাইজুল টি-টুয়েন্টি ফরম্যাটে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তাই জাতীয় দলের টি-টুয়েন্টি ফরম্যাটে এখনও জায়গা পাননি চার বছর ধরে টেস্ট খেলা তাইজুল।



চোখ থাকবে যাদের উপরঃ বিপিএলের এই আসরে খুলনা টাইটান্সের হয়ে বড় অবদান রাখতে হবে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। ব্যাট এবং বল দুই বিভাগেই তাঁর পারফর্মেন্সের দিকে চেয়ে থাকবে দল।


টি-টুয়েন্টি ফরম্যাটে বর্তমানে দারুণ ফর্মে আছেন তিনি। আইসিসি টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তৃতীয়তে আছেন রিয়াদ। একই সাথে স্থানীয় কন্ডিশন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের সহ অধিনায়কের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball