promotional_ad

'আইপিএলের মতই প্রভাব ফেলছে বিপিএল'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মাধ্যমে ভারতে ক্রিকেটের উত্থান ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মাধ্যমেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উন্নতি আসছে, যা ভবিষ্যতে ভারতের মত বড় রূপ ধারণ করবে বলে বিশ্বাস করেন রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লুজনার। 


ক্লুজনার মনে করেন, বিপিএল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ। নিজেদের বড় মঞ্চে পারফর্ম করে বিশ্বের সামনে পরিচিত পাওয়ার সুযোগ পাচ্ছে বিপিএলের মাধ্যমেই। আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পাওয়ার জন্য বিপিএল তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বয়ে আনে।



promotional_ad

গত বিপিএল থেকেই জাতীয় দলে সুযোগ মিলেছেন নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান ও আফিফ হাসানের মত তরুণ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তীর ভবিষ্যতবাণী, আগামীতেও বাংলাদেশ দল বিপিএল থেকে বড় পরিসরে উপকৃত হবে। 


তাঁর ভাষায়, 'আমরা দেখেছি ভারতীয় ক্রিকেটের উত্থানে আইপিএলের প্রভাব কেমন। বাংলাদেশিদের জন্য এটা দারুন মঞ্চ। ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ, পারফর্ম করে পরিচিতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পাওয়ার।'


কোচ হিসেবে এই প্রথমবারের মত বিপিএলে কাজ করছেন ল্যান্স ক্লুজনার। তারকা ক্রিকেটারদের মতই কোচ হিসেবে বিপিএলের রঙ্গিন দুনিয়া ক্লুজনারকে আকর্ষণ করেছে। তাঁর ভাষায়,



'প্রতি বছর বিপিএল সীমানা ছাড়িয়ে যাচ্ছে। ব্যাপকভাবে প্রদর্শিত এই টুর্নামেন্ট ব্যাপকভাবেই মানুষ দেখে থাকে। এক কথায় টুর্নামেন্টটি অসাধারণ। এই জন্যই বিপিএল তারকা ক্রিকেটারদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball