promotional_ad

বিশ্বকাপের প্রস্তুতি বিপিএলে নয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নজরে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে বিপিএলের কোন ভূমিকা নেই। টি-টুয়েন্টি ফরম্যাটের সাথে ওয়ানডে ফরম্যাটের কোন মিল খুঁজে পাননা টাইগার অধিনায়ক মাশরাফি।


দুই ফরম্যাটই সীমিত ওভারের, কিন্তু টি-টুয়েন্টির মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। প্রতি ওভারেই ম্যাচের পরিস্থিতি পরিবর্তন হয় সংক্ষিপ্ত ওভারের এই ফরম্যাটে। ব্যাটসম্যান কিংবা বোলার দুইজনকেই প্রতি বলেই ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় ক্রিকেটের ছোট এই সংস্করণে।  



promotional_ad

'বিশ্বকাপের জন্য মনে হয় এই টুর্নামেন্টের প্রয়োজনীতা একেবারেই নেই। কারণ প্রথমত ফরম্যাটেটি টি-টুয়েন্টি। একেক সময়ে যারা ব্যাটিংয়ে যাবে তাদের পরিস্থিতি ওইরকম থাকবে না, বোলারদের পরিস্থিতিও ওইরকম থাকবে না।


'দেখা গেল এক ওভারের স্পেল করতে হচ্ছে কখনো। তাই এটার সাথে ৫০ ওভার মেলানো কঠিন,' শুক্রবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে বলেছেন মাশরাফি।


বাংলাদেশের কন্ডিশনের সাথে ইংল্যান্ডের কন্ডিশনের কোন মিল নেই, মনে করিয়ে দিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। তবে সামনের সফরগুলোতে বিপিএলে ভালো খেলার সন্তুষ্টি কিছুটা কাজে লাগবে ক্রিকেটারদের, বিশ্বাস মাশরাফির।



'তার সাথে তো আপনি যদি কন্ডিশন ধরেন, এখানে এমনি রান কম হয়, ইংল্যান্ডে যেখানে সাড়ে ৩শ, ৩২০ ৩৩০’র ম্যাচ হবে। হয়তো আপনি বলতে পারেন নিউজিল্যান্ড থেকে আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে পারে। তবে টি-টুয়েন্টি তে হচ্ছে যারা ভাল খেলবে তাদের হয়তো মন ভালো থাকবে। যা সামনে কিছুটা কাজে দিবে সামনের দিকে,' যোগ করেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball