promotional_ad

রাজনীতি ও ক্রিকেট ম্যানেজ করতে হচ্ছে মাশরাফিকে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেট ও রাজনীতি... দুই দায়িত্বের সাথে মানিয়ে নেয়া সহজ হচ্ছে না রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফিকে একই সাথে দুই দায়িত্ব পালন করতে হচ্ছে। 


দলের অনুশীলনে যোগ দেয়া থেকে শুরু করে সংসদ সদস্য হিসেবে জাতীয় দলের দায়িত্বও পালন করতে হচ্ছে তাঁকে। গত বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেয়ার আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়েছে তাঁকে।


গত বুধবারে অনুশীলনের আগে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। অন্যদিকে সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এক সপ্তাহর মধ্যেই বিপিএলের প্রথম ম্যাচে রংপুরকেও নেতৃত্ব দিবে হবে মাশরাফিকে। 



promotional_ad

স্বভাবতই সংসদ সদস্য মাশরাফির জন্য রাজনীতি থেকে ক্রিকেটীয় দায়িত্ব পালন করা সহজ হচ্ছে না। বিপিএল মাঠে গড়ানোর আগে মিরপুরের একাডেমী মাঠে সাংবাদিকদের বলেছেন,


'না বদলে ফেলাটা খুব কঠিন। খুব দ্রুত ও অল্প সময়ের মধ্যে হচ্ছে সব। কিন্তু ম্যানেজ করছি, চেষ্টা করছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা।' 


রাজনীতিতে যোগ দেয়া মাশরাফি অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছেন। সম্প্রতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত সমর্থন দিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাপনের ভাষায়,


'মাশরাফি যা করেছে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সেটাই যথেষ্ট হওয়া উচিৎ এদেশের মানুষের জন্য। তাঁর জীবন একরকমই থাকবে না, বিশেষ করে ক্রিকেটারদের। পারফর্মেন্স ওঠা নামা করে এবং ও এমন একটি সময়ে এসেছে যখন কিনা প্রায় শেষের দিকে। 



'যেকোনো সময়ে সে অবসরে চলে যেতে পারে। সেদিক থেকে চিন্তা করে আমরা চাই যতদিন সে খেলতে পারে খেলুক। আর তাঁর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন পারফর্মেন্স কি হবে সেটি জানি না, কিন্তু সে যে চেষ্টা করবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ ও হচ্ছে সত্যিকারের একজন যোদ্ধা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball