promotional_ad

সাকিবের সুনজরে আসতে চান রুবেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএল দিয়ে বাংলাদেশের টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের নজরে আসতে চান পেসার রুবেল হোসেন। বর্তমানে টাইগারদের টি-টুয়েন্টি দলে অনিয়মিত ক্রিকেটার রুবেল আসন্ন বিপিএলে পারফর্মেন্স করে জাতীয় দলের পথ সহজ করতে চাইছেন।


ডিসেম্বরে ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন রুবেল। কিন্তু একটি ম্যাচেও মূল একাদশে জায়গা হয়নি তাঁর। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও খেলেননি সবগুলো ম্যাচ।



promotional_ad

তাই বিপিএলে নিজের সেরা পারফর্মেন্স দিয়ে ডায়নামাইটস অধিনায়ক সাকিবের সুনজরে আসতে চান ডানহাতি এই পেসার। মিরপুরে সলের সাথে অনুশীলন শেষ সাংবাদিকদের সাথে আলাপকালে রুবেল বলেন,


'সাকিব ভাই তো টি টুয়েন্টি দলের অধিনায়ক। এখানে আমি ভালো খেললে তাঁর দৃষ্টি আমার দিকে আসবে। অবশ্যই আমি এখানে চাইবো আমার সেরা ক্রিকেটটা খেলার জন্য। শুধু এখানেই না, আমি যেখানেই ম্যাচ খেলি না কেন আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করি। ঢাকা দলে আমি এবারই প্রথম। অবশ্যই আমি খুব রোমাঞ্চিত ঢাকার হয়ে ভালো খেলার জন্য।'


বিপিএলের গত আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা বিজয়ী দল রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন রুবেল। এর আগে চট্টগ্রাম, সিলেটের হয়েও বিপিএলে মাঠ মাতিয়েছিলেন রুবেল।



এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাতে চান তিনি। পারফর্মেন্স দিয়ে নজর কাড়তে চান অধিনায়কের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball