promotional_ad

রাজশাহীর অধিনায়ক মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ট আসরে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ।


মিরাজ, এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছিলেন। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মিরাজের নেতৃত্ব। এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য।



promotional_ad

রাজধানীর হাতিরঝিলে রাজশাহী কিংসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক মিরাজ বলেন, 'এটা আমার জন্য বড় একটা সুযোগ। এমন বড় টুর্নামেন্টে আমার এর আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে করেছি, অবশ্যই দেশের জন্য অধিনায়কত্ব করা দারুন ব্যাপার।


'তবে সেখানে বয়স সীমিত থাকে, কিন্তু এখানে অনেক বিদেশি অভিজ্ঞ প্লেয়ার থাকে, বাংলাদেশি প্লেয়ার থাকে। সব মিলিয়ে অনেক বড় টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় এটাও আমার জন্য বড় অভিজ্ঞতা। ভালো সুযোগও আমার জন্য। চেষ্টা করব আমার শতভাগ দেয়ার।'


সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই মিরাজ যথেষ্ট ধারাবাহিক। ২০১৬ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মিরাজ সময়ের সাথে সাথে তিন ফরম্যাটেই দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন।



বল এবং ব্যাট হাতে করছেন নিয়মিত পারফর্মেন্স। এবার বিপিএল দল রাজশাহী কিংস এই অলরাউন্ডারকে নেতা হিসেবে ব্যবহার করবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball