নতুনদের সাথে কাজ করতে মুখিয়ে আছিঃ মুডি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রংপুর রাইডার্সের দেশীয় ক্রিকেটারদের সাথে কাজ করতে অনেক আগ্রহী প্রধান কোচ টম মুডি। বিশেষ করে যাদের সাথে তিনি গত আসরে কাজ করেননি তাঁদের সাথে কাজ করতে রোমাঞ্চিত এই অস্ট্রেলিয়ান কোচ।
ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি মতো দেশীয় ক্রিকেটারদের প্রথমবারের মতো পাচ্ছেন মুডি। এই ক্রিকেটারদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চান রংপুরকে গতবার শিরোপা এনে দেয়া কোচ মুডি।

'আমরা ভাগ্যবান যে গত আসর থেকে বেশ কয়েকজনকে দলে ভেড়াতে পেরেছি। কিন্তু আমি অনেক রোমাঞ্চিত আমাদের দলে থাকা দেশীয় ক্রিকেটারদের নিয়ে, যাদের সাথে আমি পূর্বে কাজ করিনি। দলে তাঁদের দায়িত্ব কি, সে সম্পর্কে অবগত হওয়া বাকি সকলের মতো তাঁদের জন্যও খুব গুরুত্বপূর্ণ,' মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন তিনি।
এর আগের আসরে টুর্নামেন্টের মাঝপথে পয়েন্ট টেবিলের তলানিতে ছিলো রংপুর রাইডার্স। কিন্তু সেই অবস্থানে থেকেই পরবর্তীতে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিলো তাঁরা। এমন পরিস্থিতির সম্মুখীন হলে এবারও নিজেদের সেরকমভাবেই গুছিয়ে নিতে চান মুডি,
'আমরা গত বছর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। আমরা শিরোপাটি জিতেছিলেন কিন্তু ওটা সহজ ছিল না। টুর্নামেন্টের মাঝপথে এসে আমরা নিজেদের আবিষ্কার করলাম পয়েন্ট টেবিলের শেষের দিকে। আমার মনে হয় ওই পরিস্থিতিতে পুনরায় পড়লে আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমাদের খেলার ছন্দ খুঁজে বের করতে হবে।'