promotional_ad

রংপুর রাইডার্সঃ শক্তি অনেক, আছে দুর্বলতাও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুর রাইডার্সঃ গতবারের চ্যাম্পিয়ন


স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।


শক্তিঃ অভিজ্ঞতা রংপুরের সবচেয়ে বড় শক্তি। গত বিপিএলে রংপুর ও আইপিএলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে, ফরম্যাট ছোট হলেও অভিজ্ঞতার মূল্য অপরিসীম। 



promotional_ad

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল ও রবি বোপারাদের সাথে নতুন করে এবারের আসরে যোগ দিতে যাওয়া এবি ডি ভিলিয়ার্স, শন উইলিয়ামসরা গতবারের ধারা বজায় রাখতে চাইবে। 


বিশেষ করে টুর্নামেন্টের শেষের দিকে দলে যোগ দিবেন এবি ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের শেষের দিকে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলোতে এ বছর অবসর নেয়া এই প্রোটিয়া তারকার উপস্থিতি রংপুর ক্যাম্পে বাড়তি আত্মবিশ্বাস দিবে। এছাড়া মাশরাফির অধিনায়কত্ব রংপুরকে অন্য সব দলগুলো থেকে এগিয়ে রাখবে।


দুর্বলতাঃ রংপুরের স্কোয়াডে ডেথ ওভারে বিশেষজ্ঞ পেসারের শুন্যতা রয়েছে। গত বছর রংপুর স্কোয়াডে রুবেল হোসেন, থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গার মত ডেথ বোলার ছিল। এবার তিন জনের কেউই থাকছেন না রংপুর স্কোয়াডে। 


শেষ মুহূর্তে অভাব মোচন করতে উইন্ডিজ বাঁহাতি ফাস্ট বোলার শেলডন কট্রেলকে দলে নিয়েছে রংপুর। কিন্তু কট্রেল এখনও নিজেকে ডেথ ওভারের কার্যকরী বোলার হিসেবে গড়ে তুলতে পারেননি। 



যার কারণে স্থানীয় পেসারদের মধ্যে আবুল হাসান রাজু ও শফিউল ইসলামের ওপর বাড়তি চাপ থাকবে। দুইজনই ভিন্ন দলের হয়ে গত মৌসুমে দারুণ সফল ছিলেন। এবার রংপুরও একই পারফর্মেন্স চাইবে এই দুই পেসারেরর কাছ থেকে।  


নজর থাকবে যার ওপরঃ এবারের বিপিএলে রংপুরের হয়ে বড় ভূমিকা রাখবেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। পাওয়ারপ্লে ও মিডেল ওভারে রান আটকে বোলিং করে উইকেট আদায় করে নেয়ার দায়িত্ব থাকবে তাঁর ওপর। 


গত বিপিএলের পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া অপুর জন্য এবারের বিপিএল নিজেকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার মঞ্চ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পুরনো অপুকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball