promotional_ad

ঢাকা ডায়নামাইটসঃ উইন্ডিজ শক্তিতে শক্তিশালী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা ডায়নামাইটসঃ গতবারের রানার্স আপ


স্কোয়াডঃ সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।


শক্তিঃ অলরাউন্ডারে ঠাসা দল ঢাকা ডাইনামাইটস। অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ সদস্যরা বেশিরভাগই ছোট ফরম্যাটের ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।


আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের সাথে সুনিল নারিন... যে কোন দলের জন্য এই তিন উইন্ডিজ তারকা মাথা ব্যথার কারণ হবেন। এদের মধ্যে সাকিব, রাসেল ও নারিন প্রতি ম্যাচেই চার ওভার বল করবে। আরেক উইন্ডিজ ক্রিকেটার রভম্যান পাওয়েলের সাম্প্রতিক পারফর্মেন্সও আশা জাগানিয়া। 



promotional_ad

দেশের ক্রিকেটাদের মধ্যে নুরুল হাসান সোহানকেও আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাবে। আপাত দৃষ্টিতে দ্রুত রান তোলায় পটু ক্রিকেটারদের নিয়ে দল সাজালেও ইনিংস লম্বা করার মত ক্রিকেটারও রশদে আছে ঢাকার। 


ইংলিশম্যান ইয়ান বেল ঢাকা ডাইনামাইটসের হয়ে গত কয়েক আসরে কুমার সাঙ্গাকারার শুন্যতা পূরণ করবে। এক প্রান্ত থেকে প্রান্ত বদল করে ঝুঁকিহীন ব্যাটিং করে যাওয়াই হবে তাঁর কাজ। ইয়ান বেলকে ঘিরেই তৈরি হবে ঢাকার ব্যাটিং লাইন আপ।  


অলরাউন্ডারদের ভিড়ে দলের বোলিং আক্রমণ সামাল দিবেন অভিজ্ঞ রুবেল হোসেন। ডেথ ওভারে রুবেলেই ভরসা রাখবেন সাকিব। এছাড়া তরুণ বাঁহাতি পেসার কাজি অনিককেও চমক হিসেবে ব্যবহার করতে পারে ডাইনামাইটসরা। এছাড়া গত প্রিমিয়ার লীগে পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করা শুভাগত হোম থাকছেন ঢাকা ক্যাম্পে।


দুর্বলতাঃ স্পিন ও পেস বিভাগে যথেষ্ট গভীরতা নেই ঢাকা ডাইনামাইটস দলে। সাকিব ও নারিন বাদে স্পিন বিভাগে ধাকাবাহিকভাবে সার্ভিস দেয়ার মত বোলার নেই। পেস বিভাগেও তাই। 


রুবেল হোসেন ও কাজি অনিক ছাড়া টানা পুরো আসর পারফর্ম করার মত পেসার নেই ঢাকা ক্যাম্পে। আন্দ্রে রাসেলকে ইনজুরির কারণে নিয়মিত বল হাতে দেখা যায় না। এবারের বিপিএল দিয়ে ইনজুরি থেকে ফিরবেন তিনি।



চোখ থাকবে যার ওপরঃ ঢাকা ডাইনামাইটসের সাফল্য নির্ভর করবে আন্দ্রে রাসেলের ফিটনেসের ওপর। এই জ্যামাইকান তারকা অলরাউন্ডারকে পুরো আসরের জন্য পেলে ডাইনামাইটসের এবারের আসরে সফল হওয়ার সুযোগ বাড়বে। 


হার্ড হিটার ব্যাটসম্যান রাসেলের চেয়েও বোলার রাসেলকে বেশি প্রয়োজন পড়বে সাকিবের। কাগজে কলমে ঢাকা ডাইনামাইটস ক্যাম্পে একমাত্র রুবেলই ডেথ বোলার। সম্পূর্ণ ফিট রাসেল ডেথ ওভারে বড় পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্য রাখেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball