promotional_ad

লাইমলাইটের ভাবনা নেই আল আমিনের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ট আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন পেসার আল আমিন হোসেন। ইতিমধ্যেই দলের সাথে দুইদিন অনুশীলন করেছেন তিনি। মিরপুরে সাংবাদিকদের সাথে অনুশীলন শেষে আসন্ন বিপিএল নিয়ে কথা বলেছেন একসময় জাতীয় দলে খেলা নিয়মিত পেসার আল আমিন।


পাঠকদের সুবিধার্থে সংবাদ সম্মেলনে আল আমিনের মন্তব্য গুলো প্রশ্ন উত্তর আকারে তুলে ধরা হল...


প্রশ্নঃ ঘরোয়া ক্রিকেটে সব জায়গায়ই তো মোটামুটি পারফর্ম করছেন। তারপরও একটু আলোচনার বাইরে। এখন বিপিএল আসছে, আর সিলেট দলে অনেক পেসার। সব মিলিয়ে এই বিপিএলকে কিভাবে দেখছেন?


আল আমিনঃ এটা আসলে অনেক বড় সুযোগ যে সবাই খেলা দেখবে। তাই এখানে ভালো খেললে জাতীয় দলে ঢোকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর সিলেট দলে অনেক পেসার থাকাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। সব কিছু মিলিয়ে আমি আশা করছি, এনসিএল-বিসিএলের মতো বিপিএলটাও ভালোই কাটাতে পারবো। 



promotional_ad

প্রশ্নঃ গতবার সিলেট খুব দারুণ শুরু করেছিল। কিন্তু সেকেন্ড ফেজে তারা দেখা গেল যে খুব খারাপ খেললো এবং প্রাথমিক পর্ব থেকেই ছিটকে গেল। এবারের দলটা কেমন হয়েছে সিলেটের? 


আল আমিনঃ এবারের দলটা আমার মনে হয় খুব ব্যালান্সড, সব দিক থেকেই। পেস বোলিং বলেন বা স্পিন, বা ব্যাটসম্যান, সব মিলিয়ে দল হিসেবে সিলেট বেশ ভালো। তাছাড়া ডেভিড ওয়ার্নারকেও আমরা এবার অধিনায়ক হিসেবে পাচ্ছি। গত বছর যেরকম হয়েছে, সেটা নিয়ে কথা বলে তো আর লাভ হবে না। এই বছর আমরা অনেক ভালো দল। আশা করছি ভালো কিছুই হবে। 


প্রশ্নঃ সিলেট সিক্সার্সের কোচিং স্টাফে অনেক ভ্যারিয়েশন। এখান থেকে কেমন সুবিধা পাচ্ছেন আপনারা? 


আল আমিনঃ সব ধরণের সুযোগ-সুবিধাই পাওয়া যাচ্ছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, প্রতিটার জন্যই আলাদা আলাদা কোচ আছেন। এর ফলে স্পেসিফিকভাবে কাজ করার সুযোগ পাওয়া যাচ্ছে। প্র্যাকটিস শুরু হয়েছে দুইদিন হল। ভালোই উপভোগ করছি সবকিছু। 


প্রশ্নঃ আপনার বোলিংয়ের কোন জায়গাটা ইম্প্রুভ করতে চান?



আল আমিনঃ শীতের ভেতরে খেলা। হয়তোবা অনেক কুয়াশা থাকবে। চেষ্টা করছি ইয়র্কারটা বেশি ভালো করে প্র্যাকটিস করার, যাতে মাঠে এক্সিকিউশনটা ভালো হয়। 


প্রশ্নঃ লাইমলাইটের বাইরে থাকলে বোলিং নিয়ে কেমন কাজ করছেন, সেটা তো জানার সুযোগ খুব একটা হয় না। যে সময়টা আপনি জাতীয় দলের বাইরে আছেন, এই সময়ে আপনি আপনার বোলিং নিয়ে কতটুকু কাজ করেছেন? আর উন্নতিটাই বা কতটুকু? 


আল আমিনঃ আসলে জাতীয় দলে যারা খেলে না, তাদের সবাই লাইমলাইটের বাইরে। তো জাতীয় দলে সবাই তো সবসময় খেলবে না। ভালো করলে খেলবে, খারাপ করলে খেলবে না। লাইমলাইটের কথা চিন্তা করলে আসলে খেলাটা টাফ। আপনি যেখানেই খেলেন না কেন, সেটা জাতীয় দল হোক বা অন্য কোন টুর্নামেন্ট, সেখানে নিজের একশোভাগ দিতে পারলে সুযোগ আসবে। এতদিন তো আমি চারদিনের ক্রিকেট খেলেছি। এখন টি-টুয়েন্টি ফরম্যাটে খেলব। টি-টুয়েন্টিতে ভ্যারিয়েশন অনেক ইম্পর্ট্যান্ট। এ কারণে ভ্যারিয়েশন নিয়ে বেশি কাজ করছি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball